এই মুহূর্তে

‘ঠিক কেরালা স্টোরির প্রতিচ্ছবি’, জোর করে হিন্দু বান্ধবীকে বোরখা পরিয়ে দিল মুসলিম ছাত্রীরা, বিতর্ক

নিজস্ব প্রতিনিধি: বাস্তব অবলম্বনে নির্মিত হয়েছিল ‘কেরালা স্টোরি’, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি নিয়ে দেশজুড়ে ব্যপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছিলেন আদা শর্মা। ছবিটি বিতর্কিত হলেও ছবিটি দেশজুড়ে ব্যাপক ব্যবসা করেছিল এবং অস্কারেও মনোনীত হয়েছিল। কেরালার ৩২,০০০ হিন্দু নারীর নিখোঁজ, জোরপূর্বক ইসলামে ধর্মান্তর, উগ্রপন্থীতে নিয়োগ-সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি। ISIS (ইসলামিক স্টেট অফ সিরিয়া এবং ইরাক) দ্বারা মালয়ালি মেয়েদের কথিত ধর্মান্তরিত এবং নিয়োগের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। অর্থাৎ হিন্দুমেয়েদের জোর করে ধর্মান্তরিত করিয়ে জঙ্গিদলে নিযুক্ত করা হয়েছিল। সেটাই ছবির মূল বিষয়বস্তু। কিন্তু এই বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন ছিল। তাই ছবির ট্রেলার মুক্তির পরেই বিতর্কের ঝড় উঠেছিল দেশজুড়ে। এবার একই দৃশ্য ধরা পড়ল হিন্দুধর্ম নিয়ে চিৎকার করা বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। সেখানকার একটি ভিডিও নেটপাড়ায় রীতিমতো হরতাল তুলেছে।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে একদল বন্ধু তাঁদের কোচিং ক্লাস থেকে বাড়ির পথে যাচ্ছে। এই দলে তিনজন মুসলিম মেয়ে এবং একজন হিন্দু মেয়ে রয়েছে। মুসলিম মেয়েদের পরনে বোরখা এবং হিজাব ছিল। কিন্তু হিন্দু মেয়েটির পরনে সাধারণ চুরিদার ছিল। যাঁদের একসঙ্গে হাঁটতে এবং আড্ডা দিতে দেখা যাচ্ছিল। কিন্তু ক্লিপের মাঝে হঠাৎই মুসলিম মেয়েরা তাঁদের হিন্দু বান্ধবীকে হিজাব পরতে উৎসাহিত করতে শুরু করে। এবং তাঁকে বোরখা দিয়ে বলে, ‘তুমি এটা পরো, ভাল লাগবে দেখতে।’ তবে হিন্দু মেয়েটি প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও পরে তাঁর বান্ধবীদের কথায় হিজাব পরে নেয়। এরপর ভিডিওর শেষ দিকে তাঁকে হাসতে দেখা যায়, এবং বন্ধুদের সঙ্গে মিলে বেরিয়ে যায়। এই ভিডিওটি এখন একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই দাবি তুলেছে, ধর্ম নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। মুসলিম মেয়েরা কিছুতেই তাঁদের হিন্দু বান্ধবীকে বোরখা পরতে জোর করতে পারেনা।

 

কেউ কেউ ‘কেরালা স্টোরি’-এর বিতর্ককে টেনে মন্তব্য করেছেন যে, ‘এটা কি হিন্দু মেয়ের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারকে হস্তক্ষেপ করা হচ্ছে না? এই ধরণের কাজের জন্য মুসলিম মেয়েদের বিরুদ্ধে মামলা করা উচিত।’ আর একজন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘এটা অসুস্থ মানসিকতার পরিচয়।’ অন্য ব্যবহারকারী যুক্তি দিয়েছেন যে, বারবার কাউকে ধর্মীয় পোশাক পরতে রাজি করানো সবকিছুর সীমা লঙ্ঘন করে। বিশেষ করে ভারতে ধর্মীয় পরিচয়ের সংবেদনশীল প্রকৃতি রয়েছে। আবার একজন বলেছেন, “মেয়েটি নিজেই বোরকা পরছে। আমি বুঝতে পারছি না সে কোথায় চাপের মধ্যে আছে।” আবার কিছু ব্যবহারকারী মেয়েটির উপর দায়িত্ব চাপিয়ে বলেছেন, “সে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট বয়স্ক। এই দৃষ্টিকোণ থেকে ঘটনাটি ধর্মীয় চাপিয়ে দেওয়ার চেয়ে ব্যক্তিগত পছন্দের বিষয় হয়ে উঠেছে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

মহারাষ্ট্রের জলগাওয়ের পুর ভোটে জয়ী ছেলে, স্বামী ও শাশুড়ি, আনন্দে যা করলেন মহিলা…

একঘরে করেছে সমাজ, HIV সংক্রমিত মায়ের মৃতদেহ আগলে ১০ বছরের শিশু

মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ল বিশালাকায় নীলগাই, মায়ের কোলেই মৃত্যু শিশুর

জামাই আপ্যায়ন! বাবা জীবনের সামনে ২৯০ পদের খাবার সাজিয়ে দিলেন শাশুড়ি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ