এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মোবাইল নম্বরের জন্য KYC ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে চলেছে মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি: মোবাইল(Mobile) ফোন, ইন্টারনেট ও আধার কার্ডকে ব্যবহার করে দেশজুড়ে বেড়ে চলা সাইবার ক্রাইম(Cyber Crime), প্রতারণা ও জালিয়াতির ঘটনার ওপর রাশ টানতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মোদি সরকার(Modi Government)। এর জন্য ট্রাই(TRAI) বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়াকে ব্যবহার করতে চলেছে কেন্দ্র সরকার। এই নয়া ব্যবস্থা লাগু হলে মোবাইলে কে ফোন করছে, কোথা থেকে ফোন করছে এবং কোন নম্বর থেকে ফোন করা হচ্ছে তা যেমন মুহুর্তের মধ্যে মোবাইলে ভেসে উঠবে তেমনি খুব সহজেই জানা যাবে ওই মোবাইল নম্বরটি কার নামে ইস্যু করা হয়েছে, তাঁর বাড়ি কোথায়। ফলে মোবাইল ফোন, ইন্টারনেট ও আধারকার্ডকে ব্যবহার করে দেশজুড়ে যে সাইবার ক্রাইন, প্রতারণা ও জালিয়াতির ঘটনা ঘটে চলেছে তার ওপর অনেকটাই রাশ টানতে পারবে কেন্দ্র সরকার। নিরাপদ হবে আমজনতার জীবন ও তাঁদের সঞ্চয়।  

আরও পড়ুন ‘দুয়ারে রেশন’ মামলায় সুপ্রিম স্বস্তি মমতা সরকারের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের করা সমীক্ষায় দেখা যাচ্ছে দেশজুড়ে সাইবার ক্রাইমের অন্যতম অঙ্গই হয়ে উঠছে আমজনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সাফ করে দেওয়া। বিভিন্ন নম্বর থেকে কল করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করছে জালিয়াতরা। বেশিরভাগ ক্ষেত্রেই সেই টাকা উদ্ধার করা যাচ্ছে না। কেননা দেখা যাচ্ছে সেই সব ঘটনায় টাকা পাচার করে দেওয়া হয়েছে বিদেশে। তার থেকেও বড় কথা যে সব নম্বর থেকে ফোন করে এইসব জালিয়াতির ঘটনা ঘটানো হচ্ছে তার বেশিরভাগই ভুয়ো মোবাইল নম্বর, যার কোনও অস্তিত্বই নেই।  এই ধরনের সাইবার ক্রাইম বা জালিয়াতি কিংবা প্রতারণার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ার পরে পরেই সেই নম্বরটি ব্লক করে দিচ্ছে জালিয়াতরা। ফলে সেই নম্বরের আর কোনও খোঁজও পাওয়া যাচ্ছে না। তখন ফের নতুন নম্বর দিয়ে নতুন শিকার ধরার খেলা শুরু করছে তাঁরা। ফলে বেশ কিছু ক্ষেত্রে অপরাধী সনাক্ত করার কাজও কঠিন হয়ে যাচ্ছে তদন্তকারীদের পক্ষে। এবার এই সমস্যারই সমাধান করতে চলেছে মোদি সরকার।

আরও পড়ুন বাংলাতেও হবে ভারত জোড়ো যাত্রা, আসতে পারেন রাহুল গান্ধিও

জানা গিয়েছে, এই অপরাধচক্রকে ঠেকাতে কেন্দ্র সরকার ব্যবহার করতে চলেছে ট্রাইয়ের পরিকাঠামো। খুব শীঘ্রই কেন্দ্র সরকার দেশের সব মোবাইল নম্বরের জন্য KYC ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে চলেছে। আধার বেসড ভেরিফিকেশন ও সিম বেসড ভেরিফিকেশনের দুটি পৃথক উপায় নিয়ে আসছে কেন্দ্র। নয়া নিয়মে আধার কার্ডের সঙ্গে সব মোবাইল নম্বর লিঙ্ক থাকবে। এই নিয়ম চালু হলে কোনও ব্যক্তি কল করলে সেই ব্যক্তির নম্বরের সঙ্গেই নাম ভেসে উঠবে স্ক্রিনে। আধার কার্ডে(Aadhar Card) যে নাম রয়েছে সেই নামই দেখানো হবে। এর ফলে যে কেউ আর নিজেদের খুশিমতো কোনও নম্বরে ইচ্ছামতো নাম সেট করতে পারবে না। আধারে যে নাম থাকবে সেই নামই দেখাবে মোয়াবিলে। এই প্রযুক্তি ট্রাই কেন্দ্র সরকারকে ব্যবহার করতে দেবে। মোবাইলে কল এলেই এবার থেকে ভেসে উঠবে যার নামে ওই মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিংক করানো হয়েছে তাঁর ছবি। আর সেই কারণেই বাধ্যতামূলক করা হচ্ছে মোবাইল নম্বরের KYC ভেরিফিকেশন।  এবার থেকে নতুন সিম কেনার সময়েই গ্রাহকদের ছবি তোলা হবে। কল করলে সেই ছবি ভেসে উঠবে অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনে। এই ভাবে কেউ ফোন করলে খুব সহজেই সেই ব্যক্তিকে সনাক্ত করা যাবে। সিম কেনার সময় যে ছবি তোলা হবে সেটাই ফোনের স্ক্রিনে দেখানো হবে। কেন্দ্রের নতুন নিয়ম লাগু হলে ফোনে কোনও কল এলে দ্রুত তা শনাক্ত করা যাবে। ফলে কলার কোনও ভাবেই নিজের পরিচয় গোপন করতে পারবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদে ইস্তফা স্যাম পিত্রোদার

চতুর্থ দফার ভোটে ২৮ শতাংশ প্রার্থীই কোটিপতি

পুঞ্চেতে বায়ুসেনার উপরে হামলাকারীদের ছবি প্রকাশ

কেজরির অন্তর্বর্তী জামিন নিয়ে শুক্রে রায় সুপ্রিম কোর্টের

ভ্রমণ অ্যাপে সব থেকে বেশি খোঁজ  লাক্ষাদ্বীপ এবং অযোধ্যার

সমাজমাধ্যমে বিতর্কিত পোস্টের দায়ে জেপি নাড্ডাকে তলব কর্নাটক পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর