এই মুহূর্তে




উদ্দাম লীলার পথে কাঁটা! প্রেমিকার ৭ বছরের মেয়ের মাথা থেঁতলে খুন প্রেমিকের

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু : পথের কাঁটা সরাতে প্রেমিকার ৭ বছরের মেয়েকে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিকার মেয়েকে খুন করার অভিযোগে বছর ২৬-র দর্শন কুমার যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বেঙ্গালোরে।

জানা গিয়েছে, বিজনেজ ডেভলপার অফিসার শিল্পা ৭ বছরের মেয়ে ও মাকে নিয়ে আলাদা থাকতেন। স্বামীর থেকে আলাদা হয়েছিলেন তিনি। এরপরেই দর্শ নামে যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায় শিল্পা। কেয়কদিন আগে মায়ের মৃত্যুর পরে প্রেমিক দর্শন মেয়েকে হোস্টেলে পাঠিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। দর্শন নাকি বলত, তাদের ব্যক্তিগত সময়ে বাধা হয়ে দাঁড়াচ্ছিল বছর সাতের সিড়ি।কিন্তু মেয়েকে নিজের কাছ থেকে আলাদা করতে চাননি শিল্পা। এতেই রেগে যেতেন দর্শন। বেঙ্গালোরের কেঙ্গেরির রামাসান্দ্রা গ্রামে সরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল সিড়ি। ২৩ অক্টোবর শিল্পার বাড়িতে্ ছিল দর্শন। পরের দিন শিল্পা কাজে গেলে, দর্শন শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে শিল্পা ফোন করে বাড়িতে ডাকে। শিল্পা বাড়িতে গেলে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। জানা গিয়েছে, প্রথমে মাথায় আঘাত করে পরে গলা টিপে হত্যা করা হয়। প্রথমে স্বীকার না করলেো পরে খুনের কথা স্বীকার করেছে সে। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যাচ্ছে, মেয়েকে হোস্টেলে পাঠিয়ে দেওয়ার জন্য শিল্পাকে মারধরও করত দর্শন। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় একাধিক মহিলার সঙ্গে বন্ধুত্ব করে এমন ঘটনা আগেও করেছে দর্শন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘লালকেল্লার বিস্ফোরণ সন্ত্রাসবাদীদেরই কাজ’, ৪৮ ঘন্টা বাদে স্বীকার করে নিল কেন্দ্র

হরিয়ানার ফরিদাবাদে মিলল আত্মঘাতী জঙ্গি উমরের লাল রংয়ের ইকোস্পোর্ট

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

লালকেল্লা বিস্ফোরণ: লাল রংয়ের ফোর্ড ইকো স্পোর্টের খোঁজে হন্যে গোয়েন্দারা

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে মোদি, জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ