27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:45 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীতে আবার হিট অ্য়ান্ড রান। এবারের ঘটনা সাম্প্রতিক অতীতের ঘটনাকে ছাপিয়ে গেল। গাড়ি টেনে হিঁচড়ে নিল সাড়ে তিনশো কিলোমিটার। গাড়িতে ছিল পাঁচজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত তিনটে নাগাদ। ভয়াবহ দুর্ঘটনায় স্কুটার চালক এবং আরোহীর মৃত্যু হয়েছে। মৃত দুইজন হলেন কৈলাশ ভাটনগর এবং সুমিত খাড়ি।
প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্কুটারটিক আচমকাই একটি গাড়ি ধাক্কা মারলে স্কুটার থেকে ছিটকে একজন গিয়ে পড়ে গাড়ির ছাদে। দ্বিতীয়জন রাস্তায়। রাস্তায় পড়ে থাকা আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর দ্বিতীয়জনকে ওই গাড়ি হিঁচড়ে নিয়ে যায় সাড়ে তিনশো কিলোমিটার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ভিডিয়ো। ভিডিয়ো দেখে নেটপাড়ার নাগরিক রীতিমতো আঁতকে উঠছেন। ভিডিয়োতে দেখে গিয়েছে, ঘন কুয়াশা ভেদ করে একটি স্কুটার এগিয়ে চলেছে। আচমকাই একটি গাড়ি স্কুটারটিকে সজোরে ধাক্কা মারলে একজন স্কুটার থেকে ছিটকে রাস্তায় পড়ে। আর দ্বিতীয়জন গাড়ির ছাদে। চলন্ত অবস্থায় দ্বিতীয়জন গাড়ি থেকে রাস্তায় গড়িয়ে পড়ে গাড়ির চালক তাকে টেনে নিয়ে চলে যায় সাড়ে তিনশো কিলোমিটার। ঘটনাস্থলেই তাঁর মৃত্য়ু হয়। দ্বিতীয়জনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়ি চালকের খোঁজ চলছে। দিল্লি পুলিশ সিসি ক্য়ামেরার ফুটেজ দেখে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর উদ্ধার করেছে। রাতের দিল্লি যে কত ভয়ঙ্কর, সেটা আরও একবার প্রমাণিত হল।
আরও পড়ুন দিল্লিতে ফের হিট অ্যান্ড রান, বলি আইআইটি পড়ুয়া