এই মুহূর্তে

পর্যটকদের জন্য সুখবর, মানালি শীতকালীন কার্নিভালে এবার বিশেষ আকর্ষণ কী জানেন?

নিজস্ব প্রতিনিধি: ভারতের শীতকাল মানে শুধু ঠান্ডা আবহাওয়া নয়! এর সঙ্গে জড়িয়ে থাকে নানা রঙিন উৎসব ও সাংস্কৃতিক উদযাপন। সেই ধারাবাহিকতায় হিমাচল প্রদেশের শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত মানালি শীতকালীন কার্নিভাল ২০২৬। প্রতিবছরের মতো এবারও তুষারাবৃত মানালি চারদিনের এই উৎসবকে ঘিরে পরিণত হয়েছে আনন্দ সংস্কৃতি ও পর্যটনের মিলনক্ষেত্রে।

মঙ্গলবার ২১ শে জানুয়ারি ২০২৬-এ কুল্লু জেলার মানালিতে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। উদ্বোধনের পর থেকেই দেশ-বিদেশের হাজার হাজার পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠেছে শহর। ১৯৭৭ সাল থেকে শুরু হওয়া এই কার্নিভাল হিমাচল প্রদেশের নতুন বছরকে স্বাগত জানানোর এক ঐতিহ্যবাহী আয়োজন। যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বিস্তৃত ও বৈচিত্র্যময় হয়ে উঠেছে।

আরও পড়ুন: সঠিক নিয়মে কিনুন সরস্বতী মূর্তি, একটি ভুল ডেকে আনতে পারে বিপদ

প্রথমদিকে স্কিইং প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই উৎসবের সূচনা হলেও, বর্তমানে এতে যুক্ত হয়েছে লোকসংগীত, লোকনৃত্য, ব্যান্ড পারফরম্যান্স, খাদ্য উৎসব, পথনাটক, অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা। এবছর কার্নিভালটি পালিত হচ্ছে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে ‘উইন্টার কুইন’ ও ভয়েস অফ কার্নিভাল’ এর মতো জনপ্রিয় প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছে। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হল ঐতিহ্যবাহী ‘নাটি ‘ নৃত্য। প্রায় ৪৫টি মহিলা দলে ২৫০ জন শিল্পী রঙিন প্রসাকে মল রোড জুড়ে নাটি পরিবেশন করবেন, যা দর্শকদের জন্য এক অনন্য দৃশ্য উপহার দেবে। পাশাপাশি মনুর রং শালা ও মল রোডের আশেপাশে সাজানো মন যে প্রতিদিন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান

উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী সুখু সোশ্যাল মিডিয়ায় জানান, এই কার্নিভাল হিমাচলের সংস্কৃতি ও পর্যটন কে নতুন পরিচয় দিচ্ছে। তিনি মানালির নদীতীর উন্নয়ন প্রকল্প এবং ভূমিধ্বস প্রতিরোধে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন। সরকারের লক্ষ্য, হিমাচল প্রদেশকে প্রকৃতি, অ্যাডভেঞ্চার ও সুস্থতা পর্যটনের একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কর্মপ্রার্থীদের জন্য সুখবর, ২৬-২৭ অর্থ বর্ষে ২০ হাজার স্নাতককে চাকরি দেবে ইনফোসিস

মুম্বইয়ে মহিলার উপর আক্রমণ ম্যাসাজ কর্মীর, মারামারির অভিযোগে চাকরি থেকে বরখাস্ত

চার বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুল ভ্যান চালক

মুম্বইয়ের মেয়র পদের জন্য দৌড়ে কারা আছেন?‌ শীর্ষ মহিলা বিজেপি প্রার্থীদের জেনে নিন

ফের ৩০ হাজার কর্মী ছাঁটাই অ্যামাজনের, চাকরি খেল কৃত্রিম বুদ্ধিমত্তা!

প্রতিবন্ধী কোটায় ডাক্তারি পড়তে পায়ের আঙুল কেটেছিলেন যুবক, বান্ধবী ফাঁস করলেন রহস্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ