31ºc, Haze
Saturday, 21st May, 2022 7:21 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বর্তমান মুখ্য নির্বাচন আধিকারিক সুশীল চন্দ্রের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ১৪ মে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু নিজের টুইটার হ্যান্ডেলে এই নিয়োগের কথা ঘোষণা করেন। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘ভারতীয় সংবিধানের ৩২৪ ধারার ২ নং অনুচ্ছেদ অনুসারে, ভারতের মাননীয় রাষ্ট্রপতি রাজীব কুমারকে দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করেছেন। এই নিয়োগ ১৫ মে থেকে কার্যকর হবে। রাজীব কুমার শ্রী সুশীল চন্দের স্থলাভিষিক্ত হবেন। দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনারকে আমার তরফ থেকে অনেকে অনেক শুভেচ্ছা।’
ঝাড়খণ্ড ক্যাডারেরর ১৯৮৪-য়ের ব্যাচের আইএএস অফিসার প্রায় দু বছর আগে ২০২০ সালে নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হন। আমলা হিসেবে কাজ করার অভিজ্ঞতা দীর্ঘ তিন দশকের। এই দীর্ঘ সময়কালে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অব এক্সপেন্ডিচার দফতরের প্রথমে যুগ্ম সচিব, পরে ওই দফতরের অতিরিক্ত সচিব পদে নিযুক্ত হন। ওই পদে ছিলেন ২০১২-য়ের মার্চ থেকে ২০১৫-য়ের ১২ মার্চ পর্যন্ত।
আমলা থাকাকালীন রাজীব কুমার সময়ে সব থেকে বড় ঘটনা ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ ঘটিয়ে তিনি চারটি বৃহৎ ব্যাঙ্ক গঠন করেছিলেন। কেন্দ্র এবার সেই রাজীব কুমারকে দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ করল। সামনেই বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন। এর মধ্যে রয়েছে মোদির গড় গুজরাত। দেশের নতুন নির্বাচন কমিশনারেক কাছে যা অগ্নিপরীক্ষার সামিল।
আরও পডু়ন ‘দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে রয়েছে’, বিস্ফোরক বিদায়ী নির্বাচন কমিশনার