এই মুহূর্তে




জম্মু-কাশ্মীরে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত, বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে এনসি-কংগ্রেস জোট

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ৩৭০ ধারা প্রত্যাহারের পরে প্রথম বিধানসভার ভোট অনুষ্ঠিত হয়েছিল জম্মু-কাশ্মীরে। দীর্ঘ ১০ বছর বাদে মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য ভোটের লাইনে দাঁড়ালেও উপত্যকাবাসী স্পষ্টভাবে কোনও দলকে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেননি। বরং ত্রিশঙ্কু বিধানসভার পক্ষেই রায় দিয়েছেন। যদিও বিজেপির তুলনায় সরকার গঠনে অনেকটাই এগিয়ে রয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। কংগ্রেস নেতৃত্ব আশাবাদী নির্দল ও অন্যান্যদের সমর্থনে তাঁরাই সরকার গড়বেন। বিজেপি নেতৃত্বও সরকার গঠনের আশা কার্যত ছেড়ে দিয়েছে।

দীর্ঘ ১০ বছর বাদে গত মাসেই তিন দফায় জম্মু-কাশ্মীর বিধানসভার ৯০ আসনে ভোটগ্রহণ হয়েছিল। বিজেপির তরফ থেকে ৩৭০ ধারা প্রত্যাহারকে হাতিয়ার করে ভোট প্রচারে ঝাঁপানো হয়েছিল। কংগ্রেস-এনসি জোটও ৩৭০ ধারা প্রত্যাহারের বিরোধিতায় সুর চড়িয়েছিল। তবে মেহবুবা মুফতির পিডিপি এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি আলাদা প্রার্থী দেওয়ায় রাজনৈতিক লাভের অঙ্ক কষেছিলেন অমিত শাহ-জেপি নাড্ডারা। কিন্তু শনিবার বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, বিজেপি শীর্ষ নেতৃত্বের বিরোধী ভোট ভাগাভাগির কৌশল কাজে লাগেনি।

‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র বুথফেরত সমীক্ষা অনুযায়ী, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট জিততে পারে ৩৫ থেকে ৪৫টি আসনে। বিজেপি পেতে পারে ২৪ থেকে ৩৪টি আসন। পিডিপি পেতে পারে ৪ থেকে ৬টি আসন আর অন্যান্যরা পেতে পারে ৮-২৩টি আসন।

‘ইন্ডিয়া টুডে ও সি ভোটার’ এর সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ২৭ থেকে ৩২টি আসনে। কংগ্রেস-এনসি জোট পেতে পারে ৪০ থেকে ৪৮টি আসন। পিডিপি’র ঝুলিতে যেতে পারে ৬ থেকে ১২টি আসন। অন্যান্যরা পেতে পারে ৬ থেকে ১১টি আসন। হিন্দি দৈনিক সংবাদপত্র ‘দৈনিক ভাস্কর’ এর সমীক্ষা জানাচ্ছে, কংগ্রেস-এনসি’র ঝুলিতে যেতে পারে ৩৫-৪০ আসন। বিজেপি পেতে পারে ২০ থেকে ২৫টি আসন। পিডিপি ৪ থেকে ৭ এবং অন্যান্যরা ১২ থেকে ১৮টি আসনে জিততে পারে।

সমীক্ষা সংস্থা ‘পিপলস পালস’ এর সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস-এনসি জোট পেতে পারে ৪৬ থেকে ৫০টি আসন। সেখানে বিজেপি জিততে পারে ২৩ থেকে ২৭টি আসনে। মেহবুবা মুফতির পিডিপি পেতে পারে ৭ থেকে ১১টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ৪ থেকে ৬টি আসন। উল্লেখ্য, ৯০ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীরে সরকার গঠনের ম্যাজিক ফিগার হল ৪৬।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বৃহস্পতিতে দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার, কারা হবেন নতুন সরকারে মন্ত্রী?

অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ! শীর্ষনেতা হিডমার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে আরও ৭ মাওবাদী খতম

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করল ইডি

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ