-273ºc,
Friday, 2nd June, 2023 4:27 am
নিজস্ব প্রতিনিধি: ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল চেন্নাইয়ের কলাক্ষেত্র ফাউন্ডেশনের অধ্যাপকের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক প্রাক্তন ছাত্রী কলাক্ষেত্র ফাউন্ডেশনের (Kalakshetra Foundation) রুকমানি দেবী কলেজ অফ ফাইন আর্টসের (Rukmani Devi College of Fine Arts) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হরি পদ্মনের(Hari Padman) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। শুধু তাই নয় যৌন হেনস্থার পাশাপাশি, বডি শেমিং এবং মৌখিকভাবেও ওই ছাত্রীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে। অধ্যাপক হরি পদ্মন এবং আরও তিন জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কলাক্ষেত্র ফাউন্ডেশনের (Kalakshetra Foundation) প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী বিক্ষোভে সামিল হন।
নিষ্ক্রিয়তার অভিযোগে ডিরেক্টর রেবতী রামচন্দ্রনকে অপসারণের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিশান রেড্ডি এবং মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে চিঠি দিয়েছিলেন। শুক্রবার প্রায় ৯০ জন ছাত্রী রাজ্য মহিলা কমিশনের প্রধানের কাছে অভিযোগ জানিয়েছিলেন। প্রসঙ্গত জাতীয় মহিলা কমিশন ছাত্রীকে যৌন হেনস্থার এই অভিযোগকে বিভ্রান্তিমূলক প্রচারণা বলে অভিহিত করেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। দোষী সাব্যস্ত হলে অধ্যাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।