এই মুহূর্তে




জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় গায়কের সহশিল্পী শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেফতার করল সিট

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে তদন্তে নেমে প্রথমবার গ্রেফতার করল অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার করা হয়েছে প্রয়াত গায়কের ব্যান্ডের অন্যতম সদস্য তথা বাদ্যযন্ত্রী শেখরজ্যোতি গোস্বামীকে। গুয়াহাটির গরিগাঁওয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সিঙ্গাপুরে যে অনুষ্ঠানে গান গাইতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল জুবিনের সেই নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের অন্যতম আয়োজক শ্যামকানু মহান্ত ও গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও হানা দিয়েছিল সিট আধিকারিকরা। যদিও মহান্তের কোনও হদিশ নেই এখন পর্যন্ত।

গত সপ্তাহে সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে গান গাইতে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের নিচেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। জুবিন গর্গের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন তাঁর অগণিত শিষ্যরা। জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যুর ঘটনা নিয়ে অতি সক্রিয় হয়ে পড়েন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একাধিক এফআইআর দায়ের করা হয় অসমের বিভিন্ন থানায়। যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহান্ত ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। এমনকি গায়কের মৃত্যুর ঘটনা যে স্বাভাবিক নয় তা প্রমাণে বিশেষ তদন্তকারী দল গঠনও করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী।

তবে হিমন্তের এই অতি সক্রিয়তা পছন্দ করেননি প্রয়াত গায়কের  স্ত্রী গরিমা শইকিয়া। তিনি সমস্ত এফআইআর প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন। সেই সঙ্গে জুবিনের মৃত্যু নিয়ে কোনও নোংরা রাজনীতি না করারও কাতর অনুরোধও জানিয়েছিলেন গরিমা। যদিও গায়ক পত্নীর সেই আর্জিতে সাড়া দেননি অসমের মুখ্যমন্ত্রী। আর রাজ্যের প্রশাসনিক প্রধান তথা প্রভুকে খুশি করতে বৃহস্পতিবার সকাল থেকেই কোমর কষে ঝাঁপায় সিট আধিকারিকরা।গত লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সমাজমাধ্যমে একাধিক পোস্টের কারণেই যে শ্যামকানু মহান্তকে সবক শেখাতে চাইছেন তা এদিন পরোক্ষে স্পষ্ট করে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। এমনকি জুবিনের মৃত্যুর ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লেহ-তে অশান্তির ঘটনায় সোনম ওয়াংচুকের NGO-র FCRA লাইসেন্স বাতিল

থানায় বিচার চাইতে গিয়ে পুলিশ কনস্টেবল ও হোমগার্ডের ধর্ষণের শিকার মহিলা

পুজোর আগেই দ্বিতীয় সন্তানের জন্ম অভিনেত্রী জাগৃতি গোস্বামী ঘটকের, পুত্র না কন্যাসন্তান?

শারীরিক-মানসিক নির্যাতন সহ টাকা হাতানোর অভিযোগ, গ্রেফতার নয়নার কোরিওগ্রাফার প্রেমিক

ছেলের জন্য ফের বিপাকে শাহরুখ-গৌরী, মানহানির মামলা দায়ের সমীর ওয়াংখেড়ের

ভগবান আয়াপ্পার মুসলিম সঙ্গীকে ‘জঙ্গি’ বলায় সন্ন্যাসীর বিরুদ্ধে দায়ের মামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ