এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নীতীশ ইস্তফা দিলেই সরকার গড়ার দাবি জানাবেন তেজস্বী

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ঘটনার ঘনঘটায় দেশের নজর কেড়ে নিয়েছে পাটলিপুত্র। মানে বিহারের(Bihar) রাজধানী পাটনা। কেননা সেখানে এখন সরকার ফেলা আর গড়ার তোড়জোড়। রীতিমত জল্পনা ছড়িয়েছিল যে বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডিইউ(JD-U) সুপ্রিমো নীতীশ কুমার(Nitish Kumar) দেশে তৈরি হওয়া INDIA জোট ছেড়ে ফের ফিরতে চলেছেন বিজেপির(BJP) নেতৃত্বাধীন NDA জোটে। সেই সঙ্গে এদিনই অর্থাৎ শনিবার নাকি তিনি ইস্তফা দিচ্ছেন এবং আগামিকাল অর্থাৎ রবিবার তিনি নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। যদি তিনি এদিন ইস্তফা দেন তাহলে পাটনায় ক্ষমতাসীন জেডিইউ, কংগ্রেস(INC) ও আরজেডির(RJD) মহাগঠবন্ধন ভেঙে যাবে। তাঁদের সরকারও আর থাকবে না। কিন্তু নীতীশের ইস্তফা দেওয়া এবং বিজেপির সঙ্গে ফের হাত ধরার জল্পনার মাঝে বিদ্রোহী হয়েছেন একঝাঁক জেডিইউ নেতা ও বিধায়ক। তাঁরা কেউ বিজেপির সঙ্গে আর যেতে চাইছেন না। এই অবস্থায় সামনে এসেছে আরজেডি’র তরফে নাকি রাজ্যপালকে চিঠি দেওয়ার তোড়জোড় চলছে নতুন সরকার গঠনের জন্য। সেই চিঠিতে তাঁরা ১৪০জন বিধায়কের সমর্থনের সইও দিয়ে দিচ্ছেন। 

বিহারের বিধানসভায় আসন সংখ্যা ২৪৩টি। সরকার গড়তে চাই ১২২জন বিধায়কের সমর্থন। এখন সেখানে বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে রয়েছে লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল। তাঁদের বিধায়ক সংখ্যা ৭৫। সেই সঙ্গে তাঁদের পক্ষে রয়েছে কংগ্রেসের ১৯জন বিধায়ক, সিপিআই(এমএম)’র ১২জন বিধায়ক, সিপিআই’র ২জন বিধায়ক এবং সিপিআই(এম)’র ২জন বিধায়ক। সব মিলিয়ে সংখ্যাটা ১১০জন, যা সরকার গড়ার জন্য ১২জন বিধায়কের কমতি দেখাচ্ছে। কিন্তু জল্পনা ছড়িয়েছে নীতীশ কুমারের দলে রীতিমত বিদ্রোহ হয়ে গিয়েছে। এখন সেই দলে বিধায়কের সংখ্যা ৪৩জন। এদের মধ্যে এক ডজনেরও বেশি বিধায়ক নাকি দলের লাগামের বাইরে চলে গিয়েছেন। তাঁরা কোনও অবস্থাতেই বিজেপির হাত ধরতে চাইছেন না। তাঁদের দাবি, নীতীশের এই ঘন ঘন পাল্টি খাওয়ার জেরে তাঁদের দলের ভাবমূর্তি বিহার ও ভারতের বুকে কার্যত তলানিতে এসে থেকেছে। নীতীশ ফের বিজেপির হার ধরলে তাঁর নিজের রাজনৈতিক জীবন ও দল শেষ হয়ে যাবে। তাঁরা কিছুতেই তাই বিজেপিকে সমর্থন করবেন না। সূত্রে জানা গিয়েছে জেডিইউয়ের প্রায় ৩২জন বিধায়ক নাকি দলের সঙ্গে যোগাযোগ করাই বন্ধ করে দিয়েছেন।

পরিস্থিতির চাপে পিছু হটেছেন নীতীশও। শোনা যাচ্ছিল এদিনই তিনি নাকি ইস্তফা দেবেন। এমনকি বিজেপির তরফে উপমুখ্যমন্ত্রীত্বের প্রথম দাবিদার সুশীল মোদিও এদিন সকালেই জানিয়ে দেন, নীতীশ এদিনই ইস্তফা দিচ্ছেন। নীতীশকে ফের মুখ্যমন্ত্রীর পদে বসাতে আপত্তি নেই বিজেপির তিনি শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডারও। কিন্তু গোল বেঁধেছে বিজেপির অন্দরে। তাঁদেরও বেশ কিছু বিধায়ক তীব্র আপত্তি তুলেছেন নীতীশকে মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে। তাঁদের দাবি, এবার মুখ্যমন্ত্রী হোক বিজেপির কেউ। ঘন ঘন পাল্টিবাজ নীতীশকে সমর্থন দেওয়া আর আত্মহত্যা করা দুটোই নাকি সমান। এমনটাই দাবি তাঁদের। এই অবস্থায় পিছু হঠতে বাধ্য হয়েছেন নীতীশও। তাঁর তরফে জানানো হয়েছে, আগামিকাল জেডিইউয়ের বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। সেই বৈঠক শেষে যাবেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে। সেখানেই ইস্তফা দিয়ে নতুন করে সরকার গড়ার দাবি জানাবেন তিনি।

বিহার বিধানসভায় এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭৪। তাঁদের হাতে আরও ১০জন বিধায়ক আছেন যারা নানা শরিক দলের। সেই হিসাবে নীতীশের ৪৩জন, বিজেপির ৭৪জন এবং অনান্য দলের আরও ১০জন বিধায়ক নিয়ে সংখ্যাটা হয় ১২৭, যা সরকার গঠনের সহায়ক। কিন্তু এখন ভাবাচ্ছে নীতীশের দলের বিদ্রোহ। আগামিকাল যদি নীতীশের ডাকা বৈঠকে নীতীশ বাদে দলের বাকি ৪২জন বিধায়কই হাজিরা দেন তাহলে নীতীশ ইস্তফা দিয়ে নতুন করে সরকার গড়ার দাবি জানাতে পারেন। নাহলে আপাতত তিনি পিছু হঠবেন। কিন্তু লাল্র শিবির এখন উঠে পড়ে লেগেছে নীতীশকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে। সূত্রের দাবি এক ডজনেরও বেশি জেডিইউ বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের হাতে সব মিলিয়ে ১৪০জন বিধায়ক রয়েছেন। তাই আগামিকাল নীতীশ ইস্তফা না দিলে বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী তথা লালুপুত্র তেজস্বী প্রতাপ যাদব(Tejashwi Pratap Yadav) আগামী সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং ওই ১৪০জন বিধায়কের সমর্থন সই দেওয়া চিঠি তাঁর হাতে তুলে দিয়ে সরকার গড়বার দাবি জানাবেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগাম জামিনের আর্জি যৌন কেলেঙ্কারিতে জড়িত দেবগৌড়া পুত্র এইচ ডি রেভান্নার

রহস্যজনকভাবে নিখোঁজ দেবগৌড়ার নাতির প্রাক্তন গাড়ি চালক

সিধু মুসেওয়ালার খুনের ‘মূলচক্রী’ গোল্ডি ব্রার মারা যাননি, গুজব ওড়াল মার্কিন পুলিশ

গাজায় গণহত্যার প্রতিবাদ জানানোয় মুম্বইয়ের স্কুল অধ্যক্ষকে পদত্যাগের নির্দেশ  

কেন্দ্রের নিয়ন্ত্রণে নেই সিবিআই, সুপ্রিম কোর্টে আজব যুক্তি মোদি সরকারের

যৌন কেলেঙ্কারিতে জড়িত দেবগৌড়ার নাতির বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর