26ºc, Mist
Monday, 27th March, 2023 8:48 am
নিজস্ব প্রতিনিধি, মুম্বই : মুম্বইয়ে লোকাল ট্রেনে দোষীসাব্যস্ত এবং মৃতদণ্ডে দণ্ডিত এহতেসাম সিদ্দিকে দ্বিতীয়বর্ষের আইনপরীক্ষায় বসার ছাড়পত্র দিল না বম্বে হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি নীতিন সামব্রে এবং বিচারপতি আর এন লাধার ডিভিশন বেঞ্চে অনুমতি চেয়েছিল এহতেসাম। পরীক্ষা কাল। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এত কম সময়ের মধ্যে পরীক্ষার বন্দোবস্ত করা সম্ভব নয়। সে রয়েছে নাগপুরে। আর পরীক্ষা হবে মুম্বই। এই সময়ের মধ্যে নাগপুর থেকে কোনওভাবেই তাকে এনে পরীক্ষার ব্যবস্থা করা সম্ভব নয়।
আদালত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আইনপরীক্ষায় বসার জন্য সিদ্দিকি নাগপুর জেল কর্তৃপক্ষের থেকে অনুমতি চাইলে জেল কর্তৃপক্ষ তাকে অনুমতি দেয়। জেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রাপ্ত অনুমতি নিয়ে তাঁর আইজীবী বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় বুধবার। হাইকোর্টে জানিয়ে দিয়েছে, তাদের পক্ষে এই অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না।
২০০৬-য়ের ১১ জুলাই মুম্বইয়ের লোকাল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রাণ হারান প্রায় ১৯০ জন যাত্রী। আহত আট শতাধিক। হামলায় নাম জড়িয়ে যায় এহতেসাম সিদ্দিকি-সহ চারের। কয়েক বছরের শুনানির পর আদালত এই চারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এই চারজনের মধ্যে সিদ্দিকি আইন নিয়ে পড়াশোনা করছিল। ২০১৫-তে আইনের প্রথম বর্ষের পরীক্ষায় বসার সুযোগ পেয়ছিল সিদ্দিকি। দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়। পরীক্ষা শুরু হওয়ার কথা থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন কিশোরের যৌনাঙ্গ স্পর্শ অপরাধ নয়: বম্বে হাইকোর্ট