23ºc, Haze
Thursday, 23rd March, 2023 5:05 am
নিজস্ব প্রতিনিধি, মুম্বই: গত কয়েকদিন ধরেই অর্থবাজার সাক্ষী ছিল ডলারের (dollar) তুলনায় টাকার (Rupee) দামে পতনের। ঘটেছে টাকার দামের সর্বোচ্চ পতন। মঙ্গলবার, সপ্তাহের প্রথম বেচা-কেনার দিন ডলারের (dollar)তুলনায় টাকার দামে অস্বাভাবিক হারে পতন পেল। এই বৃদ্ধিকে বাজার বিশেষজ্ঞরা ঐতিহাসিক পতন আখ্যা দিয়েছে।মঙ্গলবার প্রতি ডলারের দাম ছিল ৮০ টাকা। এই পতন তৈরি করেছে আশঙ্কার মেঘ।
গত সপ্তাহ সাক্ষী ছিল ডলারের তুলনায় টাকার দামে পতন। তবে শুক্রবার (Friday) বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৭৯.৮৮ টাকা। বাজার বিশেষজ্ঞরা এক প্রকার নিশ্চিত ছিলেন, আসন্ন সপ্তাহে ডলারের তুলনায় টাকার দাম কিছুটা হলেও বৃদ্ধি পাবে। সেই বৃদ্ধি যে আকাশচূম্বী হতে পারে, সেটা হয়তো তারা অনুমান করতে পারেনি।এর একটা কারণ হিসেবে উঠে আসছে, সামনেই কেন্দ্রীয় ব্য়াঙ্কের বৈঠক রয়েছে। বৈঠকে কেন্দ্রীয় ব্যাঙ্ক (Central Bank) কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে। সেই আশঙ্কায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেলে।
তবে এই বৃদ্ধি (আসলে পতন) সাধারণ চোখে ঐতিহাসিক ঠেকলেও অর্থনীতিবিদেরা এই পতনে অশনি সংকেত দেখতে শুরু করেছে। কারণ, বিশ্ব বাজার টালমাটাল। ইতোমধ্যে অন্যান্য দেশে বিদেশি মুদ্রাভাণ্ডারে সঞ্চয়ের পরিমাণ কমতে শুরু করেছে। কম-বেশি সকলেই নিশ্চিত, আর্থিক মন্দা (Recession) শুরু হতে খুব বেশি দেরি নেই।
তার কিছুটা ইঙ্গিত দিচ্ছে শেয়ার বাজার (Market) । মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে বম্বে স্টক এক্সচেঞ্জের (Bombay Stock exchange) সূচক এক ধাক্কায় অনেকটাই পড়ে যায়। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১০৭.৯৭ পয়েন্টে পড়ে দাঁড়ায় ৫৪,৪১৩. ১৮ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ৫৩ পয়েন্টে কমে দাঁড়ায় ১৬, ২৫৫ পয়েন্টে।
আরও পড়ুন শুল্ক ফাঁকির অভিযোগে চিনা সংস্থার দফতরে রাজস্ব গোয়েন্দা দফতরের হানা