24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:32 am
নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ২০টি আসনে প্রার্থী (candidates) তালিকা ঘোষণা করল ত্রিপুরার জনজাতি দল তিপ্রা মথা (Tipra Matha)। রবিবার দলের তরফে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
শনিবার মধ্যরাতে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য ২০টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে তিপ্রা মথা। রবিবার সেই তালিকা প্রকাশ করা হয়েছে দলের তরফে। যে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, সবিস্তারে দেখে নিন তাঁদের নাম ও কেন্দ্রের নাম। সিমনা (এসটি) বৃষকেতু দেববর্মা, চরিলাম (এসটি) সুবোধ (খাতুং) দেববর্মা, বক্সানগর (জেনারেল) আবু খায়ের মিয়া, আশারামবাড়ি (এসটি) অনিমেষ দেববর্মা, কল্যাণপুর-প্রমোদেনগর (জেনারেল) মণিহার দেববর্মা, কৃষ্ণপুর (এসটি) মহেন্দ্র দেববর্মা, বাগমা (এসটি) পূর্ণ চন্দ্র জামাতিয়া, শান্তিরবাজার (এসটি) হরেন্দ্র রেয়াং, হৃষ্যমুখ (জেনারেল) অরূপ দেব, জোলাইবাড়ি (এসটি) গৌরব (শিহানু) মগ, অমরপুর (জেনারেল) অশি রাম রেয়াং, করবুক (এসটি) সঞ্জয় মানিক ত্রিপুরা, সুরমা (এসসি) শ্যামল সরকার, আমবাসা (এসটি) চিত্ত রঞ্জন দেববর্মা, কর্মছড়া (এসটি) পল ডাংসু, চাউমানু (এসটি) হংসা কুমার ত্রিপুরা, ফটিকরায় (এসসি) বিলাস মালাকার, চন্ডিপুর (জিএন) ডেভিড মুন্ডা, পানিসাগর (জেনারেল) জয় চুং হালাম, পেচারথাল (এসটি) হলি উড চাকমা।
প্রসঙ্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জনজাতি দল তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোতবিক্রম মানিক্য দেববর্মণ বৈঠক করেছেন পৃথক ‘বৃহত্তর তিপ্রাল্যান্ড’ গঠনের বিষয়ে । শুক্রবার রাতে দফায় দফায় সেই বৈঠক হয়। যদিও সেই বৈঠকের পর তিপ্রা মথার প্রতিষ্ঠাতা অভিযোগ তোলেন, ত্রিপুরায় দল ভাঙার খেলে শুরু করেছে বিজেপি। এরপর রবিবার ২০ আসনের জন্য প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হল। সূত্রের খবর, রবিবারই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে ত্রিপুরার এই জনজাতি দল। উল্লেখ্য ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।