এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

লখিমপুরে পৌঁছে কৃষকদের পাশে দাঁড়ালেন তৃণমূলের সাংসদরা

নিজস্ব প্রতিনিধিঃ যোগী প্রশাসনের শত বাধা পার করে শেষমেশ লখিমপুরে পৌঁছেই গেলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে তৃণমূলের ৩ জন সাংসদ লখিমপুরের খেরিতে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। তাঁরা হলেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, আবীররঞ্জন বিশ্বাস। অন্যদিকে পথ আটকানো হয়েছে  কাকুলি ঘোষ দস্তিদার এবং সুস্মিতা দেবের। ফলত তাঁরা লখনউতে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে। 

উত্তরপ্রদেশের লখিমপুরে এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি। রবিবার সেখানে ৮ জন কৃষককে পিষে মেরে ফেলেছে মন্ত্রীর কনভয়। অন্তত এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মনে করা হচ্ছে, যে এসইউভি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এতজন সেই গাড়িতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রর ছেলে আশিস মিশ্র। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দেশজুড়ে জ্বলছে বিদ্রোহের আগুন। লখিমপুরে জারি করা হয়েছে ১৪৪ ধারা এবং বিরোধী কোনও নেতা নেত্রীকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। রবিবার রাতেই লখিমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি। কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এমতাবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লখিমপুরের এই নৃশংস হত্যার ঘটনার তীব্র নিন্দা করে উত্তরপ্রদেশ সরকারকে কার্যত তুলোধোনা করে জানিয়েছিলেন, লখিমপুরের পরিস্থিতি পর্যবেক্ষণে যাবেন তৃণমূলের প্রতিনিধি দল। 

এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি টুইট করতেও দেখা যায়, যেখানে তিনি লেখেন, ‘তৃণমূল কংগ্রেসের পাঁচ সাংসদের প্রতিনিধিদল যাচ্ছে লখিমপুর খেরিতে। কৃষকদের পরিবারের পাশে দাঁড়াতে লখিমপুর খেরিতে যাচ্ছেন তাঁরা। কৃষক ভাইদের প্রতি বিজেপির বিরূপ মনোভাবে আমি ব্যথিত। কৃষকদের প্রতি সবসময় নিঃশর্ত সমর্থন থাকবে।’

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশ পৌঁছান সাংসদ দোলা সেনসহ আরও ৪ জন। এই ঘটনা প্রসঙ্গে দোলা সেন জানান, ‘লখিমপুরের খেরিতে মৃত কৃষকদের পরিবারের পাশে রয়েছি আমরা। উত্তরপ্রদেশ তথা সমগ্র দেশের মানুষের ওপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে তা এককথায় নজিরবিহীন।’ এরপরেই খেরির উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। সেখানে গিয়ে তাঁরা মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে।’  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩০০-র বেশি আসন নিয়ে সরকার গড়বে ‘ইন্ডিয়া’ জোট’, হুঙ্কার কেজরিওয়ালের

প্রেমে বাধা দেওয়ায় ঘুমন্ত অবস্থায় বাবার গলা কাটল মেয়ে

কানহাইয়ার উপরে হামলায় জড়িত এক অভিযুক্ত পুলিশের জালে

হেমন্ত সোরেনের অন্তর্বতী জামিন মামলার শুনানি পিছিয়ে বুধবার

ভোট না দেওয়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহাকে শোকজ বিজেপির

বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রুখে দেবে ‘ইন্ডিয়া’ জোট, আত্মবিশ্বাসী খাড়গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর