এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

Courtesy - Google and Twitter

নিজস্ব প্রতিনিধি: দেশের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের(Assembly Elections) মুখে বড়সড় ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী(Prime Minister of India) নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি জানিয়েছেন, আগামী ৫ বছরও কেন্দ্র সরকার দেশের মানুষকে বিনামূল্যে রেশন(Free Ration) সরবরাহ করবে। সেই ঘোষণা ঘিরে আগেই শুরু হয়েছিল বিতর্ক। অভিযোগ উঠেছিল প্রধানমন্ত্রী নির্বাচনী সভা থেকে ওই ঘোষণা করে কার্যত নির্বাচনী বিধি লঙ্ঘণ করেছেন। সেই ঘটনার জেরেই এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। রবিবার তৃণমূলের রাজ্যসভার সদস্য সাকেত গোখেল(Saket Gokhale) এনিয়ে ট্যুইট করে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন।  

এদিন শাকেত তাঁর ট্যুইটে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কর্মসূচিকে সম্প্রসারিত করার কথা ঘোষণা করেছেন। এটা তো পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত। সেটা তো যে কোনও সময়ই ঘোষণা করা যেত। কিন্তু প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের দুর্গে নির্বাচনী সভার মধ্যেই এসব ঘোষণা করলেন। সেই সময়টাকেই তিনি বেছে নিলেন এই সংক্রান্ত ঘোষণার জন্য। নির্বাচন কমিশনের আইন বলছে, নির্বাচনী পর্বের সময় রাষ্ট্রের মেশিনারিকে কাজে লাগিয়ে ভোটারদের প্রভাবিত করাটা একেবারেই ঠিক নয়। আমি নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছি। প্রধানমন্ত্রী এই মন্তব্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এই ধরনের ঘোষণা ৫ রাজ্য়ে বিধানসভা ভোটকে প্রভাবিত করতে পারে।’

তৃণমূলের রাজ্যসভার সদস্যের দাবি দেশের পাঁচ রাজ্যে ভোট। তার মধ্যে এই ঘোষণার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। প্রচারে গিয়ে এই ধরনের ঘোষণা করার মাধ্যমে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগের নালিশ করেছে তৃণমূল। মোদি জানিয়েছিলেন, ‘ক্ষিধে কতটা কষ্টকর সেটা অভাব থেকে উঠে আসা মানুষই বুঝতে পারেন। মোদি দারিদ্র দেখেছে তিনি জানেন। এক মাস পর এই প্রকল্প শেষ হচ্ছে। ডিসেম্বরে ৮০ কোটি মানুষকে রেশন বিনামূল্যে দেওয়ার কাজ শেষ হচ্ছে। তবে আমি বলছি এটা আরও ৫ বছরের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।’ এদিকে তৃণমূলের নালিশ নিয়ে বিজেপির দাবি, দেশের যে ৫ রাজ্যে নির্বাচন হচ্ছে সেখানে তো তৃণমূলই নেই। তারা কেন এসব নিয়ে কথা বলছে। চাল চোররা চুরি করতে পারবে না বলে ওরা এসব এখন বলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩০০-র বেশি আসন নিয়ে সরকার গড়বে ‘ইন্ডিয়া’ জোট’, হুঙ্কার কেজরিওয়ালের

প্রেমে বাধা দেওয়ায় ঘুমন্ত অবস্থায় বাবার গলা কাটল মেয়ে

কানহাইয়ার উপরে হামলায় জড়িত এক অভিযুক্ত পুলিশের জালে

হেমন্ত সোরেনের অন্তর্বতী জামিন মামলার শুনানি পিছিয়ে বুধবার

ভোট না দেওয়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহাকে শোকজ বিজেপির

বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়া রুখে দেবে ‘ইন্ডিয়া’ জোট, আত্মবিশ্বাসী খাড়গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর