24ºc, Haze
Wednesday, 1st February, 2023 12:40 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাত্র এক মাসে ৪৪ হাজার ভারতীয়দের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর – এই সময়ের মধ্যে একসঙ্গে এতজনের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক থেকে তাদের কাছে এই ৪৪ হাজার জন সম্পর্কে নেতিবাচক রিপোর্ট দাখিল করা হয়েছে। অভিযোগ ভারতের তথ্য-প্রযুক্তি আইন লঙ্ঘনের। তথ্য-প্রযুক্তি মন্ত্রক থেকে টুইটারের কাছে এই ব্যাপারে আর্জি জানানো হল তারা এই পদক্ষেপ করে।
এর আগেই টুইটার বহু ভারতীয়দের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। অগাস্ট-সেপ্টেম্বর ৫২ হাজারের বেশি ভারতীয়দের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই মাসে ৫২,১৪১ জনের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। বিগত বছরে একই সময় বন্ধ হয়েছিল ৫৮২জনের অ্যাকাউন্ট। আর গত বছর মাত্র ৫৮২জনের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল।
টুইটারের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ভারত সরকারের তরফ থেকে আমাদের বলা হয়েছে, ৪৪,৬১১ টুইটার ব্যবহারকারী তথ্য-প্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে শিশুযৌন শোষণের একটি মাধ্যম হিসেবে তৈরি করার চেষ্টা চালিয়েছে। অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগ পাওয়ার পর টুইটার সেই অভিযোগ খতিয়ে দেখে ৪৪,৬১১ টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
আরও পড়ুন টুইটারের পরে এবার কর্মী ছাঁটাইয়ের পথে Facebook