এই মুহূর্তে




লুধিয়ানায় পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে জখম পাকিস্তানি মদতপুষ্ট বব্বর খালসার ২ জঙ্গি

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: পাক মদতপুষ্ট জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল পঞ্জাব পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) লুধিয়ানার লাড়োয়াল টোল প্লাজার কাছে বন্দুক যুদ্ধে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন বব্বর খালসার দুই জঙ্গিকে ধরাশায়ী করেছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ধৃত দুই জঙ্গির কাছ থেকে বেশ কয়েকটি হ্যান্ড গ্রেনেড, পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়েছে।

লুধিয়ানার পুলিশ কমিশনার স্বপন শর্মা জানিয়েছেন, ‘গতকাল বুধবারই হ্যান্ড গ্রেনেড সহ তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করেই জানা যায়, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ইন্ধনে জঙ্গি সংগঠন বব্বর খালসা বড়সড় নাশকতার ছক কষছে। এর পরেই বিভিন্ন সূত্র থেকে বব্বর খালসার আরও দুই জঙ্গির হদিশ মেলে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লাড়োয়াল টোল প্লাজার কাছে আগেই ওঁত পেতে অপেক্ষা করছিলেন পুলিশ কর্মীরা। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে আচমকাই পুলিশের উপরে গুলি চালাতে শুরু করে দুই জঙ্গি। পাল্টা গুলি চালায় পুলিশও। বেশ কিছুক্ষণ গুলিযুদ্ধ চলে। শেষ পর্যন্ত দুই জঙ্গিকে ধরাশায়ী করতে সফল হন পুলিশ কর্মীরা।’

পুলিশ কমিশনারের কথায়, ‘বিভিন্ন জায়গায় নাশকতা তৈরির জন্য ধৃত বব্বর খালসার দুই জঙ্গিকে দায়িত্ব দিয়েছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই। মূলত জনবহুল এলাকায় হ্যান্ড গ্রেনেড হামলার নির্দেশ দিয়েছিল।’ উল্লেখ্য, গত ১০ নভেম্বর পাক গুপ্তচর সংস্থার নির্দেশে রাজধানী দিল্লির লালকেল্লায় আত্মঘাতী গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। ওই বিস্ফোরণে ১৫ জন প্রাণ হারিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR-এর অতিরিক্ত কাজের চাপে এবার গুজরাতে মৃত্যু BLO-র

দিল্লি বিস্ফোরণের আগে ভারত বিদ্বেষী ভিডিও তৈরি করেছিল উমর, নিয়েছিল অনলাইন ক্লাস

শেয়ারবাজারে ভুমিকম্প, সাত সকালে ৩.৫ লক্ষ কোটি টাকা গায়েব‌ লগ্নিকারীদের

কর্নাটকে মুখ্যমন্ত্রী পদে বদল? খাড়্গের কাছে শিবকুমারের হয়ে সওয়াল কংগ্রেস বিধায়কদের

কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জুড়ে ED-র তল্লাশি

দাদা পায়ে পড়ি রে…পটনা বিমানবন্দরে মোদির চরণ ছোঁয়ার চেষ্টা নীতীশের, দেখে নিন ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ