এই মুহূর্তে




লখনউতে থানার পাশে মহিলাকে নির্যাতন, এগিয়ে এল না পুলিশের কোনও সদস্য

নিজস্ব প্রতিনিধি: নারী নির্যাতনের ঘটনায় ফের প্রকাশ্যে উত্তরপ্রদেশের নাম। লখনউয়ের একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, সাদাতগঞ্জ থানার প্রবেশপথের ঠিক বাইরে একজন পুরুষ একজন মহিলাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে এবং মারধর করছে। এই ভিডিও সামনে আসার পরেই বয়ে গিয়েছে নিন্দার ঝড়।

থানার কাছে ব্যস্ত রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনাটিকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। সেই সময় ওই এলাকাতে কোনও পুলিশ কর্মী না থাকায় প্রত্যক্ষদর্শীরা হস্তক্ষেপ করে এবং দুজনকে আলাদা করে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, পুরুষটি মাটি থেকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে জোর করে মহিলাটিকে টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওটিতে আরওদেখা গিয়েছে, ৪ সেকেন্ড পরে, সাদা টি-শার্ট এবং নীল জিন্স পরা একজন ব্যক্তি এগিয়ে এসে আক্রমণ থামানোর চেষ্টা করে রবং অভিযুক্তর কাছ থেকে মহিলাকে দূরে সরিয়ে নেয়। অভিযুক্ত ব্যক্তি ততক্ষন অত্যাচার করে যতক্ষণ না কেউ মহিলাকে ছাড়াতে আসে।

ভিডিও ক্লিপটিতে সাদাতগঞ্জ কোতোয়ালি থানার প্রবেশপথও দেখা গিয়েছে। পরে ঘটনাস্থলে উপস্থিত সকলে ওই পুরুষ এবং মহিলাকে থানায় নিয়ে যায়। ভাইরাল ক্লিপটি নিয়ে লখনউ পুলিশ X-এ একটি বিবৃতি জারি করে নিশ্চিত করে যে ঘটনাটি সাদাতগঞ্জ কোতোয়ালি স্টেশনের বাইরে ঘটেছে এবং স্থানীয় পুলিশকে তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় প্রকাশ করেনি। তবে থানার সামনে কীভাবে এই ঘটনা ঘটল? একজন মহিলার উপর নির্যাতন হলেও পুলিশ কেন এগিয়ে এল না তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেশ জুড়ে নাশকতা চালানোর আগেই মোদির রাজ্যে পাকড়াও ৩ আইএস সন্ত্রাসী

মদের নেশায় চুর‌ হয়ে নিজের ৬ বছরের কন্যাকে ধর্ষণ নরপিশাচ বাবার

ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, কম্পনমাত্রা ৫.৪

জালিয়াতি মামলায় পলাতক মেহুল চোকসির সম্পত্তি নিলামের অনুমোদন আদালতের, মূল্য জানেন?

অপহরণ ও ধর্ষণের অভিযোগে তিনবারের বিজেপি বিধায়কের বিরুদ্ধে দায়ের পকসো মামলা

বারাণসীতে মোদির সফরের মধ্যেই  আরপিএফের জওয়ানের সঙ্গে হাতাহাতি বিজেপি বিধায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ