এই মুহূর্তে




সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দুঃসময়! ডেভেলপারদের কাজ সহজ করতে ‘কোডেক্স’ আনল ওপেনএআই




নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) উদ্ভাবন ঘটিয়ে গোটা দুনিয়ায় হইচচই ফেলে দিয়েছিল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এবার ডেভেলপিংয়ের ক্ষেত্রে সংস্থাটি সবচেয়ে শক্তিশালী এআই কোডিং এজেন্ট ‘কোডেক্স’ পরীক্ষামূলকভাবে চালু করেছে। গত শুক্রবার (১৬ মে) সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করা হয়েছে। এই শক্তিশালী কোডিং অ্যাসিস্ট্যান্ট এখন ChatGPT Pro, Enterprise, এবং Team গ্রাহকদের জন্য পাওয়া যাবে। এই এজেন্ট কোডেক্স-১ নামে মডেলের মাধ্যমে পরিচালিত হবে। এটি সংস্থার ‘ও৩’ এআই মডেলের একটি সংস্করণ, যা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজের জন্য উপযোগী করে তোলা হয়েছে। ‘ও৩’-এর তুলনায় কোডেক্স-১ ‘নির্ভুল’ কোড তৈরি করে, নির্দেশাবলির প্রতি আরও নিখুঁত সাড়া দেয় এবং যতক্ষণ না সঠিক ফলাফল পাওয়া যায় ততক্ষণ  তৈরি কোডগুলোর পরীক্ষা চালিয়ে যেতে থাকে । বলা যেতে পারে  এআইয়ের উত্থানের পর কোডিং এখন এই প্রযুক্তির অন্যতম প্রধান ব্যবহারের ক্ষেত্র হয়ে উঠেছে।

ওপেনএআই অনুযায়ী, কোডেক্স এজেন্ট একটি ভার্চুয়াল কম্পিউটারে ক্লাউডে চলে। গিটহাবের সঙ্গে সংযুক্ত হয়ে কোডেক্সের পরিবেশ কোডের স্টোরেজ প্রি-লোড করা যেতে পারে। ওপেনএআই জানিয়েছে যে, কোডেক্স সাধারণ বৈশিষ্ট্য তৈরি করা, বাগ বা ত্রুটি ঠিক করা, কোডবেস সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া এবং পরীক্ষা চালানোর মতো কাজ সম্পাদন করতে পারে। প্রতিটি কাজের জন্য ১ থেকে ৩০ মিনিট সময় নেয়। কোডেক্সের উদ্বোধনের আগে ওপেনএআইয়ের এজেন্ট (রিসার্চ লিড) জস টোবিন জানিয়েছেন, সংস্থা ভবিষ্যতে তাদের এআই কোডিং এজেন্টগুলোকে ‘ভার্চুয়াল টিমমেট’ হিসেবে কাজ করার লক্ষ্য রাখছে। যেসব কাজ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের করতে ঘণ্টা বা দিন লেগে যেত, সেই কাজগুলো কোডেক্স একাই অল্প সময়ে শেষ করতে পারবে।‘ওপেনএআই’ জানায়, কোডেক্স একাধিক সফটওয়্যার ইঞ্জিনিয়ারেরর কাজ একসঙ্গে করতে পারে এবং এই কাজের সময় ব্যবহারকারীরা তাদের কম্পিউটার ও ব্রাউজারে অন্য কাজ করতে পারবেন।

চ্যাটজিপিটির সিইও সাম অল্টম্যান নতুন প্রযুক্তি হাজির করার কথা জানিয়ে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘আজ আমরা কোডেক্সের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।এটি একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এজেন্ট যা ক্লাউডে চলে এবং আপনার জন্য কাজ করে, যেমন বাগ ঠিক করার জন্য একটি নতুন বৈশিষ্ট্য লেখা। আপনি সমান্তরালভাবে অনেক কাজ চালাতে পারেন।’

Codex কীভাবে ব্যবহার করবেন?

  1. ChatGPT-র সাইডবার-এ যান
  2. একটি কোডিং টাস্কের প্রম্পট লিখুন
  3. ‘Code’ ক্লিক করুন
  4. Codex কাজ চলাকালীন ইন্টারনেট ব্যবহার করতে পারে না — অর্থাৎ শুধুমাত্র GitHub থেকে দেওয়া কোডের ওপর ভিত্তি করে কাজ করে
  5. কাজ শেষ হলে, সমস্ত কার্যকলাপের রেফারেন্স সহ প্রমাণ দেয়
  6. যদি কোনও সমস্যা হয় বা test failure হয়, Codex স্পষ্টভাবে তা জানায়

Software Engineer-দের ভবিষ্যৎ কী?

গত কয়েক মাসে AI কোডিং টুলের জনপ্রিয়তা তুঙ্গে। গুগল (Google) ও মাইক্রোসফটের (Microsoft) মুখ্য নির্বাহী আধিকারিকরা (CEO) জানিয়েছেন, বর্তমানে তাদের সংস্থার প্রায় ৩০ শতাংশ কোডিং এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) লিখছে!কোডেক্স (Codex) এই পরিবর্তনকে আরও গতি দিতে পারে। একজন ইউজার মজার ছলে বলেছেন, ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের উচিত ভয় পাওয়া এবং আগের মতো দক্ষতা বাড়ানোর জন্য দৌড়ানো উচিত।”

কোডেক্স (Codex) নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা করেছে যেখানে কোড লেখা আর শুধুমাত্র মানুষের কাজ থাকবে না। তবে, এই AI টুলগুলো মানুষের বিকল্প নয়, বরং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখা উচিত- সে গুলিকে ব্যাবহার করে Software Development আরও দ্রুত, নির্ভুল ও সহজ হয়ে উঠবে।তবে, যারা এখনও কোডিং শিখছেন বা কাজ করছেন, তাদের জন্য বার্তা একটাই-খুব দ্রুত দক্ষতা ও উদ্ভাবন শক্তির পরিচয় দিতে হবে।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

টানা দুই বছর ধরে ১৪ জনের ধর্ষণের শিকার ১৫ বছরের দলিত কিশোরী, ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রে

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ