এই মুহূর্তে

দাদার পছন্দের পুজোতে ডোনার অংশগ্রহণ, সঙ্গে নিজের হাতে মায়ের চক্ষুদান

নিজস্ব প্রতিনিধি: নাচ-গান বাদে এবার একটি নতুন দায়িত্ব কাঁধে এল মহারাজ গিন্নীর। দেবী দুর্গাকে সাজানো এবং মায়ের চক্ষুদানের দায়িত্ব এলো ডোনা গঙ্গোপাধ্যায়ের কাঁধে। আর এই গুরু দায়িত্ব সাদরে গ্রহণ করলেন তিনি। পৌঁছে গেলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দের টালিগঞ্জ শরৎ ব্যানার্জী রোডে আহেলী রেস্তোরাঁতে। যা একাধারে দাদার প্রিয় পুজোও বটে। সম্প্রতি, এই রেস্তোরাঁর একটি অনুষ্ঠানে এসেছিলেন ডোনা গাঙ্গুলি। আর তাঁকে আমন্ত্রণ জানানোও হয়েছিল সেই রেস্তোরাঁর দূর্গা মূর্তিতে রং করা এবং চোখ আঁকার জন্যে। মহারাজের বিশেষ পছন্দের পুজো বলে কথা, তাই দাদার স্ত্রীকেই মায়ের চক্ষুদানের জন্যে যোগ্য মানুষ বলে মনে করলেন সেই রেস্তোরাঁর কর্তৃপক্ষরা। এখানে এসে, তারকা স্ত্রী কথামতো মায়ের মূর্তিতে রং করলেন এবং চোখ দান করলেন। পাশাপাশি জানালেন তাঁর পুজোর অভিজ্ঞতা।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের তরফ থেকে তাঁর কাছে পুজো সম্বন্ধীয় একাধিক প্রশ্ন রাখা হয়েছিল, আর সবেতেই দারুণ উত্তর দিলেন ডোনা। তাঁর কথায়, “দেবীর চক্ষুদান আমার কাছে প্রথম, তাই খুবই উত্তেজিত আমি। গত দু বছরে তেমন আনন্দ করতে পারেনি তবে এই বছর পুজো নিয়ে মেতে থাকবো। বাড়িতে পুজো হয়, পুজো হয়। এই বছর পাড়ার পুজো ৫০ বছর হবে, সুতরাং এই মজাটাও আছে। আগের বছর ছিলাম না কলকাতায়। মেয়ের কাছে ছিলাম। তবে এবার সানা একাই থাকবে। তবে এবার যখন কলকাতায় আছি, ধুমধাম করে কাটাবো পুজো। ছোটবেলার মত পুজোতে এখনো অষ্টমীর দিন অঞ্জলি দিতেই হয়। নয়তো অসম্পূর্ণ হয়ে যায় পুজো। দাদার সঙ্গে তেমন কোনো পুজো পরিকল্পনা নেই। খাওয়া-দাওয়া জমিয়ে হবে। নয়তো পুজোর কোনো মানেই থাকেনা।”

চারিদিকে পুজো পুজো গন্ধ। কলকাতার পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর বাঙালির পুজো মানেই সারাবছরের কর্ম ব্যস্ততার সাময়িক ইতি। সেলিব্রিটি থেকে আমজনতা সবাই একেবারে খোশমেজাজে থাকেন পুজোর এই চারটে দিন। বছরের আর পাঁচটা দিন দেশে-বিদেশে ঘুরে বেড়ালেও পুজোর এই চারটে দিন বেশিরভাগ তারকারাই কলকাতায় থাকতে পছন্দ করেন। যেমনটা পছন্দ করেন কলকাতার মহারাজ তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। সারা বছরই প্রাক্তন অধিনায়ক সৌরভ-ডোনা দুজনকেই দেশে-বিদেশে সফর করতে হয় কর্মসূত্রে। ডোনা গঙ্গোপাধ্যায় মহারাজের স্ত্রী হলেও আদতে তিনি একজন জনপ্রিয় ওড়িশি নৃত্যশিল্পী। বছরের প্রায় অর্ধেক সময়েই তিনি আন্তর্জাতিক ডান্স পারফরম্যান্সের দরুন বিদেশে সফর করেন। তবে সবটা সামলে অনেকদিন আগেই কলকাতায় ফিরেছেন তিনি। পুজোতে কলকাতাতেই থাকবেন মহারাজ গিন্নি। শুধু তাই নয়, কলকাতায় বিভিন্ন প্রভাবশালী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শাশুড়ি-বউমার সম্পর্ক কেমন হওয়া উচিত?

জানেন কী, ভূত চতুর্দশী কেন পালিত হয়, ১৪ শাকই বা কেন খাওয়া হয়?

কালীপুজোর রাতে প্রদীপের শিখাতে ঘুরবে ভাগ্যের চাকা

কালীপুজোর দিন রাতে আগুন এড়াতে এই ধরণের পোশাক পরুন..

লোহা এবং ফাইবার দিয়ে তৈরি হচ্ছে ৮০ ফুটের কালী প্রতিমা, জনজোয়ারে ভাসবে ব্যারাকপুর

কোজাগরী পুজো শেষে সবার অলক্ষ্যেই বিসর্জিত হবেন রাজবাড়ির দুর্গা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর