32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:58 pm
নিজস্ব প্রতিনিধি: দিদি নং ওয়ান বলতে আমরা বুঝি রচনা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার প্রত্যেক ঘরে ঘরে জমজমাট এই শো। এবার এই শো ছাড়াও নিজের অবসর সময় কাটাতে নতুন চমক আনতে চলেছেন দিদি নং ওয়ানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই এই চমক পেয়ে উৎসুক তাঁর অনুগামীরা।
সম্প্রতি ফেসবুক লাইভের মাধ্যমে চমকের কথা জনিয়েছেন তিনি। আজ অর্থাৎ শনিবার রাত ১২ টার সময় এই পেজের লঞ্চ করতে চলেছেন তিনি। অন্যদিকে, ২৩শে সেপ্টেম্বর বিকেল ৪টে নাগাদ ‘রচনার্স ক্রিয়েশন’ নিয়ে ফেসবুকে প্রথম লাইভে আসবেন তিনি। যেখানে শাড়ি, জুয়েলারি, কামিজ থেকে শুরু করে হাতে তৈরির জিনিস পাওয়া যাবে এখানে। পুজোর আর বেশিদিন সময় নেই, তার আগেই এই ক্রিয়েশনকে কার্যত সাধুবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়া।
পাশাপাশি বাংলার মেয়েরাও নিজেদের কালেকশন রাখতে পারবেন এই ক্রিয়েশনে। চলতি মাসের আগামী ২৩ শে সেপ্টেম্বর লঞ্চ হবে এই ক্রিয়েশনের লোগো। একই সঙ্গে তিনি জানান, ২৩ শে সেপ্টেম্বর যারা প্রথম কোন জিনিস বুক করবেন তাদের জন্য থাকবে এক বিশেষ চমক।