নিজস্ব প্রতিনিধি: দশম শ্রেণী পাশ করলেই মিলবে রেলের চাকরি। সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। ইচ্ছুক প্রার্থীরা আগামী ২০ অক্টোবরের মধ্যে অনলাইনের মাধ্যমে এই আবেদন জমা করুন। মোৎ ৩০৯৩টি শূন্য পদে কর্মী নিয়োগ করবে রেল। তবে কিভাবে, কোথায় ফর্ম জমা করবেন জেনে নিন-
১. শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। এছাড়াও, সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর ITI ডিগ্রি থাকাও আবশ্যক।
২. বয়সের সময়সীমা- আবেদনকারীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্য হতে হবে।
৩. আবেদনের শেষ তারিখ- গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণের পর্ব। চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
৪. কী ভাবে করবেন আবেদন- প্রথমে RRCNR-এর সরকারি ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদের। সেখানে ‘Engagement of Act Apprentice’ অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করতে হবে প্রার্থীদের। এরপর নিজেদের নাম রেজিস্টার করতে হবে প্রার্থীকে। নাম রেজিস্টার করার জন্য নিজের নাম, বাবার নাম, কমিউনিটি, ক্যাটাগরি, মোবাইল নম্বর, ই-মেল আইডি এবং জন্মের তারিখ উল্লেখ করে রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীকে। রেজিস্ট্রেশনের সময় উল্লেখ করা ইমেল আইডি ও ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে পাসওয়ার্ড প্রদান করা হবে প্রার্থীকে। এই রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনপত্র পূরণ করে, ফি জমা করতে হবে প্রার্থীকে। এছাড়াও যে সকল ডকুমেন্ট চাওয়া হবে, সেই ডকুমেন্ট আপলোড করতে হবে প্রার্থীকে। সব ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আবেদন জমা করতে হবে প্রার্থীকে।