এই মুহূর্তে




কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে চুপিচুপি প্রেম, গোয়ায় প্রেমিকের রিসোর্টে ছুটি কাটাচ্ছেন তৃপ্তি




নিজস্ব প্রতিনিধি: পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সর্বদা খবরের শিরোনামে থাকে বলিউড সেলিব্রিটিরা। কখন কে প্রেমে পড়ছেন, কে সম্পর্ক ভাঙ্গছেন, সবটাই জানা চাই ভক্তদের। যাই হোক, বহুদিন ধরেই প্রেমের বিষয়ে খবরে রয়েছেন ‘Animal’ অভিনেত্রী তৃপ্তি দিমরি। গুঞ্জন, কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে প্রেমে পড়েছেন অভিনেত্রী, মন দিয়েছেন তাঁকে। যদিও বিষয়টি গোপনেই রেখেছেন অভিনেত্রী। কিন্তু তাঁর ইনস্টাগ্রাম ছবিগুলি প্রতিমুহূর্তে ইঙ্গিত দিচ্ছে যে, কোটিপতি প্রেমিকের সঙ্গে বেশ মজায় আছেন তৃপ্তি দিমরি। মাঝে মধ্যে দুটিকে একসঙ্গে রোমান্টিকমভাবে ধরেও ফেলেন পাপারাজ্জিরা। বর্তমানে গোয়ায় ছুটি কাটাচ্ছেন তৃপ্তি। আর সেখান থেকে একের পর এক ছবি পোস্ট করে ভক্তদের অবাক করছেন অভিনেত্রী। তাঁর শেয়ার করা একটি ছবিতে অভিনেত্রীকে পুলে বৃষ্টিতে ভিজতে দেখা যাচ্ছে।

গোলাপি মনোকিনিতে দুর্দান্ত দেখাচ্ছ ৩১ বছর বয়সী এই সুন্দরী অভিনেত্রীকে। একটি ছবিতে অভিনেত্রীকে ভুট্টা খাওয়ার সময়ে গোয়ার মনোরম আবহাওয়া উপভোগ করতে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে অভিনেত্রীকে জলের মধ্যে ভাসমান অবস্থায় আরাম করতে দেখা যাচ্ছে। আপনা দের জানিয়ে রাখি, অভিনেত্রীকে গোয়ায় যে রিসোর্টে দেখা যাচ্ছে, সেটির মালিক অভিনেত্রীর কথিত প্রেমিক স্যাম মার্চেন্ট। অবাক করা বিষয় হল, একই সময়ে অভিনেত্রীর প্রেমিকও একই রিসোর্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। আর এই পোস্টগুলি ভাইরাল হওয়ার পর থেকেই তৃপ্তি ও স্যামের প্রেমের গুঞ্জন আরও তীব্র হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Triptii Dimri (@tripti_dimri)

ভক্তরা বিশ্বাস করছেন যে, অভিনেত্রী ও তাঁর প্রেমিক একসঙ্গে ছুটি কাটাচ্ছেন। অনেকে এমনটাও বলছেন যে, তৃপ্তির ছবিগুলি তাঁর প্রেমিক তুলে দিয়েছেন। তবে তৃপ্তি বা স্যাম কেউই এখনও তাঁদের সম্পর্ক নিশ্চিত করেননি। বা তাঁদের সম্পর্কের গুঞ্জনেরও কোনও প্রতিক্রিয়া জানাননি। স্যাম মার্চেন্ট হলেন, একজন প্রাক্তন মডেল। সে এখন পাকা ব্যবসায়ী, ব্যবসার কাজেই মনোনিবেশকারী। মহারাষ্ট্র জুড়ে তাঁর একাধিক ক্লাব ও রিসোর্ট রয়েছে। আর তৃপ্তির কথা বলতে গেলে, তৃপ্তি ‘বুলবুল’ দিয়ে বলিউডে ডেবিউ করলেও রণবীর কাপুরের ‘ANIMAL’ ছবির মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন। ছবিতে রণবীরের সঙ্গে তাঁর রসায়ন বেশ পছন্দ করেছে ভক্তদের। পাশাপাশি তাঁকে জাতির ক্রাশ বলেও আখ্যা দিয়েছেন ভক্তরা। তবে একসময় তৃপ্তির সঙ্গে অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রযোজক ভাইয়ের প্রেমের গুঞ্জন উঠেছিল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

‘ভয়টা রয়েই গেছে’, লিভার কেটে বাদ দিলেও ফের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন দীপিকা

দীপিকাকে ছেড়ে রক্তাক্ত বেশে ২০ বছরের তরুণীর সঙ্গে রোমান্স, হঠাৎ কী হল রণবীরের?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ