এই মুহূর্তে




২৫ বছর কেরিয়ারে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে কেঁদে ফেললেন অভিষেক, কিন্তু পাশে নেই ঐশ্বর্য-আরাধ্যা

নিজস্ব প্রতিনিধি: সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন। কিন্তু অভিনেতা এই খুশির মূহুর্তে পাশে নেই স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চন। তবে আমেদাবাদের অনুষ্ঠানে দেখা গেল অভিনেতার বাবা অমিতাভ বচ্চন, মা জয়া বচ্চন এবং দিদি শ্বেতা বচ্চন ও তাঁর মেয়ে নভ্যা নভেলি নন্দাকে। ছেলের পুরস্কার গ্রহণের সময় দর্শকাসন থেকে উল্লাস করতে দেখা গেল অমিতাভ পত্নী এবং মেয়েকে। কিন্তু ঐশ্বর্য, আরাধ্যা কোথায়? অবশ্য কিছুদিন আগেই মায়ের সঙ্গে প্যারিস ফ্যাশন উইকে হয়েছিলেন আরাধ্যা। মেয়েকে কখনও হাতছাড়া করেন না মা ঐশ্বর্য। মেয়েকে নিজের সংস্কার দিয়ে গড়ে-পিঠে মানুষ করছেন। কিন্তু আরাধ্যাকে মায়ের সঙ্গেই বেশিরভাগ সময় দেখা যায়। অভিষেকের সঙ্গে খুব একটা তাঁকে দেখা যায় না। কিন্তু অভিষেকের ফিল্মফেয়ার পুরস্কার গ্রহণের সময় ঐশ্বর্য কেন ছিলেন না, তা নিয়ে আবারও তাঁদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। মাস কয়েক আগেই অভিষেকের সঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরীর ১৫ বছরের সংসার ভাঙার গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল, অভিষেকের জীবনে তৃতীয় ব্যক্তির উদয় হয়েছে। তিনি হলেন অভিনেত্রী নিমরঢ কৌর। কিন্তু কান ফিল্ম ফেস্টিভ্যালে সাদা বেনারসি এবং সিঁথিভর্তি সিঁদুরে সেজে বিচ্ছেদের গুঞ্জনে গোটা বিশ্বের মুখ বন্ধ করছেন ঐশ্বর্য। পাশাপাশি অভিষেকের সঙ্গেও তাঁকে এবং আরাধ্যাকে একাধিক ইভেন্টে দেখা গিয়েছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Filmfare (@filmfare)

শনিবার আমেদাবাদে আয়োজিত ৭০তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠানে অভিষেক বচ্চন তাঁর ২০২৪ সালের ‘আই ওয়ান্ট টু টক’ চলচ্চিত্রের জন্য প্রথমবার সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। তিনি এই পুরস্কারটি কার্তিক আরিয়ানের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যিনি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য এই পুরস্কার জিতেছেন। পুরস্কার গ্রহণের পর, অভিষেক আবেগপ্রবণ হয়ে পড়ে ছিলেন। বক্তব্য রাখার আগে, তাঁকে বারবার আবেগভরা চোখে কালো ট্রফির দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। তবে এই অনুষ্ঠানে তাঁর বাবা অমিতাভ বচ্চনও উপস্থিত ছিলেন। যেটি আরও বিশেষ করে তোলে অভিষেককে। কেননা গতকাল ছিল অমিতাভ বচ্চনের ৮৩ তম জন্মদিন।

 

 

View this post on Instagram

 

A post shared by Filmfare (@filmfare)

কৃতজ্ঞতা প্রকাশ করে অভিষেক বলেন, “এই বছর চলচ্চিত্র জগতে ২৫ বছর পূর্ণ হচ্ছে আমার, এবং আমি মনে করতে পারছি না যে, কতবার এই পুরস্কারের জন্য বক্তৃতা দেওয়ার অনুশীলন করেছি। এটি একটি স্বপ্ন ছিল আমার, এবং আমি সত্যিই অভিভূত। আমার পরিবারের সামনে এটি গ্রহণ করা আমার কাছে স্বপ্ন ছিল। গত ২৫ বছর ধরে আমার সঙ্গে কাজ করা, আমার উপর বিশ্বাস রাখা এবং আমাকে সুযোগ দেওয়া সকল পরিচালক-প্রযোজকদের ধন্যবাদ।’ এরপর তিনি ঐশ্বর্য এবং আরাধ্যার উদ্দেশ্যে বলেন, ‘আমাকে আমার স্বপ্ন অনুসরণের অনুমতি দেওয়ার জন্য ঐশ্বর্য এবং আরাধ্যাকে ধন্যবাদ। তাদের ত্যাগই আজ আমি এখানে দাঁড়িয়ে থাকার অন্যতম প্রধান কারণ। আমি এই পুরস্কার দুটি অত্যন্ত বিশেষ ব্যক্তিকে উৎসর্গ করতে চাই। একজন আমার বাবা এবং অন্যজন আমার মেয়ে আরাধ্যা।’ তবে এই অনুষ্ঠানে ঐশ্বর্য ও আরাধ্যাকে কেন দেখা গেল না, তা জানা যায়নি!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী মান্যা আনন্দ

”এই জন্ম থেকে…”, জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ