-273ºc,
Friday, 2nd June, 2023 7:43 pm
নিজস্ব প্রতিনিধি: প্রেমিকার সঙ্গে চুটিয়ে হলিডে কাটাচ্ছেন দেব। রুক্মিণী তাঁর সঙ্গে থাকলেও দুজনের একসঙ্গে একটাও ছবি নেই। এদিকে তাঁদের এক জায়গায়, এক সিনারিওতে ছবি তুলে বুঝিয়ে দিয়েছেন তাঁরা একসঙ্গেই আছেন। চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন দেব। যে জায়গায় আগে ছিলেন শাহরুখ খান। কিন্তু তাঁর ব্যস্ততার কারণে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এখন দেব। যাই হোক, ইতিমধ্যেই দেবের পাইপলাইনে একাধিক ছবি। অন্যদিকে বিনোদনী চলচ্চিত্রের শুটিং সবে শেষ করেছেন রুক্মিণী।
যাই হোক, দেব হচ্ছেন ব্যোমকেশ। এই কথা অনেক আগেই ঘোষিত হয়ে গিয়েছে। যদিও দেবকে বোমক্যাশ হিসেবে কেউই মোটামুটি মানেননি। কম বিতর্ক হয়নি। যাই হোক, এই বিতর্কে আপাতত ইতি। বর্তমানে সামনে এসেছে দেবের ‘ব্যোমকেশ’-ছবির আরও দুটি চরিত্রের নাম এসেছে। অজিত এবং সত্যবতীর দুটি নাম। খবর বলছে, আইকনিক অজিত চরিত্রে অভিনয় করবেন অম্বরীশ। আর সত্যবতী হিসেবে নাম আসছে মৌনি রায়ের। আর যদি খবর পাকা হয়, তাহলে এটাই হবে মৌনির প্রথম টলিউড সিনেমায় কাজ।
যদিও বর্তমানে তিনি রয়েছেন ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে। তাই কলকাতাতেই আসা যাওয়া করতে হচ্ছে তাঁকে। শোনা যাচ্ছে, পারিশ্রমিক নিয়ে কিছু সমস্যা আছে মৌনি আর নির্মাতাদের। তা মিটে গেলেই সব ফাইনাল। মে মাস থেকে শ্যুটিং শুরুর পরিকল্পনা। দেবের ব্যোমকেশ মুক্তি পাবে ১৫ অগস্ট।
অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে ১৭ হছর পূর্ণ হতেই ব্যোমকেশের ঘোষণা করে দেব লিখেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে সাতেরো বছর পূর্ণ করে ফেললাম…. ঘোষণা করছি অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবির। ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’, প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মস। আপনাদের সবার আর্শীবাদ সঙ্গে চাই। কাস্ট অ্যান্ড ক্রু এবং পরিচালকের ঘোষণা করব শিগগির।’ পরিচালকের দায়িত্ব আছেন বিরসা দাশগুপ্ত। প্রথমে সত্যবতী রুক্মিণীর হওয়ার কথা থাকলেও এখন নাম পরিবর্তন হয়েছে। দেবকে আরও দেখা যাবে বাঘা যতীনে।