এই মুহূর্তে




পুলিশ আধিকারিকের সামনেই অসভ্যের মতো পা তুলেছিলেন, এতদিন পরে মুখ খুললেন ‘ভাইজান’ সলমান




নিজস্ব প্রতিনিধি: ১৯৯৮ সালে কালো হরিণ শিকার ঘটনায় এখনও কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে আটকে রয়েছেন সুপারস্টার সলমান খান। ইতিমধ্যেই একাধিকবার অভিনেতা এবং তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের দলবল। এমনকী বিষ্ণোই সম্প্রদায়ের কাছে যতক্ষন না অভিনেতা ক্ষমা চাইবেন, ততদিন তাঁর নিস্তার নেই। জেলে বসেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন লরেন্স বিষ্ণোই। কঠোর নিরাপত্তায় মুড়ে বর্তমানে সব কাজ সারছেন সুপারস্টার। বিশেষ করে বাবা সিদ্দিকীর খুনের পর জবুথবু হয়ে রয়েছেন অভিনেতা এবং তাঁর পরিবার। যদিও বিগবস ১৮-এর শুটিংও সারছেন নিয়মিত। এমন পরিস্থিতিতে হরিণ শিকার মামলার একটি পুরোনো ঘটনা স্মরণ করলেন সুপারস্টার। তাও আবার বিগবস ঘরে বসেই। আসলে এখন তাঁর ওরকম ঘটনার জন্যে আফসোস হয়। কারণ সেই সময় থানায় পুলিশ আধিকারিকের সামনেই অসভ্যের মতো পা তুলেছিলেন সলমান। গতকাল শনিবার (২৩ নভেম্বর) বিগবসের উইকেন্ড কা ভার পর্বের সময়, প্রতিযোগী রজত দালালের উদ্দেশ্যে অভিনেতা প্রথমে বলেন, কীভাবে শারীরিক অঙ্গভঙ্গি একজন ব্যক্তির ইমেজ বদলে দিতে পারে?

তখনই পুরোনো একটি ঘটনা টেনে সলমান খান বলেছেন, ১৯৯৮ সালে কালো হরিণ শিকারের মামলায় জড়িত থাকার জন্য যোধপুরের একটি থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একজন পুলিশকর্মী অভিনেতাকে তাঁর শারীরিক পরিভাষার জন্য অহংকারি বলে অপমান করেছিলেন। কারণ তিনি পুলিশ আধিকারিকের সামনেই অসভ্যের মতো পা তুলেছিলেন। এই ঘটনা তখন তাঁকে রীতিমত বিরক্ত করেছিল। কিন্তু এখন তিনি ওই ঘটনার জন্যে অনুতপ্ত। শনিবার, সলমান বিগ বস 18-এর পর্বে এই ঘটনাটি স্মরণ করেছেন সলমান। যা এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অভিনেতার কথায়, “আপনি যদি কালো হরিণ মামলায় আমার পুরানো ক্লিপগুলি দেখে থাকেন, তাহলে একটি ভিডিও তে দেখতে পারবেন, আমি থানায় বসে রয়েছি আমার স্টাইলে। যা দেখে আপনার মনে হতে পারে, সলমান খান কতটা অহংকারিভাবে থানায় বসে আছেন। পুলিশ আধিকারিকের সামনেই পা তুলে বসে ছিলাম”

Look at Salman’s attitude in police station
by inBollyBlindsNGossip

এরপর অভিনেতা আরও বলেন, যদিও সে সময় তাঁর থানায় বসে থাকার অঙ্গভঙ্গি নিয়ে খুব চর্চা হয়েছিল। অবশ্য পরে তিনি বুঝতে পেরেছিলেন যে, সেই সময় পুলিশকে তাঁর সম্মান জানানো উচিত ছিল। কারণ যখন কোনও কর্মকর্তা বা ঊর্ধ্বতন ব্যক্তি কারো সামনে এসে দাঁড়ান, তখন তাঁকে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়। তাই তাঁকে অহংকারি তকমা দেওয়া হয়েছিল। আজ যখন সেই পুরানো ক্লিপগুলো তিনি দেখেন, লজ্জিত বোধ করেন। এবং শোয়ে অভিনেতা এটাও স্বীকার করে নিয়েছেন যে, কম বয়সে ভুলভাল কাজ করতেন তিনি। যা তাঁকে এখনও বিব্রত করে। আসলে অভিনেতা তাঁর হাঁটার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ এখনও বদলাতে পারেন নি, কিন্তু মানুষ ভাবেন এটা তাঁর অহংকার। কিন্তু না, এটাই তাঁর স্টাইল। অভিনেতা প্রতিযোগীদের উদ্দেশে আরও বলেন, “কেউ যদি ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হতে চায় তবে তাদের অতীত জীবনকে পিছনে ফেলে যেতে হবে। আমরা সবাই আমাদের অতীত জীবনকে বিদায় জানিয়েছি। যখন আমরা ১৭-১৮ বছর বয়সী ছিলাম। এভাবেই আপনাকে এই শিল্পে নতুন অধ্যায় রচনা করতে হবে।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাতপাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা

মাদক পাচারের অভিযোগে বিখ্যাত অভিনেতা মনসুর আলি খানের ছেলে গ্রেফতার

তপন সিনহা থেকে মদন মোহন, কিংবদন্তিদের শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য KIIF-এর

সৌরভ থেকে সব্যসাচী, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে চাঁদের হাট

‘সবার দিকেই নজর রাখেন মমতাদি’, মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসায় সৌরভ

২৫ বছর বাদে দেশের মাটিতে ফিরেই কেঁদে ফেললেন ‘করণ-অর্জুন’ অভিনেত্রী

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর