এই মুহূর্তে

‘চলো একসঙ্গে সময় কাটাই’, নেটপ্রভাবীকে কুপ্রস্তাব, ফের বিতর্কে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

নিজস্ব প্রতিনিধি: ‘যৌন সুড়সুড়ি’ থেকে ‘হাউস অ্যারেস্ট’, মাদক কাণ্ড, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, একাধিক অভিযোগে জর্জরিত বলিউড অভিনেতা আজাজ খান। ২ বছর হাজতে থাকার পরে ২০২৩ সালে জামিনে জেলমুক্তি পান আজাজ। তাঁকে ঘিরে একের পর এক বিতর্কে জেরবার। এখনও তিনি শোধরানোর নয়।এবার তাঁর ভালমানুষির মুখোশ টেনে খুললেন দিল্লির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘ফিট বর্ষা’। এবার আজাজ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বর্ষা। জানালেন, ‘বিগ বস 7’ প্রতিযোগী তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন ইনস্টাগ্রামে। তিনি অভিনেতার সঙ্গে চ্যাটের কয়েকটি স্ক্রিনশটও ইনস্টাগ্রামে জুড়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ রোমান্টিক মুডে ‘ও রোমিও’, প্রথম গানেই দর্শকদের মন জয়

তিনি জানালেন, অভিনেতা তাঁকে দিল্লিতে দেখা করতে বলেছিলেন। তাঁরা ফোন নম্বরও পরস্পরকে শেয়ার করেন। তিনি এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ইনফ্লুয়েন্সার জানিয়েছেন, ‘আজাজ তোমার সব কুকীর্তি ফাঁস করব।’ ক্লিপটিতে দেখা যায়, আজাজ বর্ষাকে ম্যাসেজে বলছেন, “তুমি দিল্লি থেকে এসেছো। আমি দিল্লিতে আছি। তুমি আমাকে তোমার হোয়াটসঅ্যাপ নম্বর দাও। কথা বলব। আমরা একসঙ্গে অনেককিছু করতে পারি। আমি দিল্লিতে আছি। আমরা হোটেলে যাবো। একসঙ্গে সময় কাটাবো।” এই স্ক্রিনশটগুলি ভাইরাল হওয়ার পর থেকে আবারও আজাজ খানকে নিয়ে নেটপাড়ায় বিতর্কের ঝড় উঠেছে। তবে এখনও পর্যন্ত, আজাজ এবং তার স্ত্রী আয়েশা খান এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

 

 

View this post on Instagram

 

A post shared by VS ✨ (@fitvarsha66)

প্রসঙ্গত, ২০০৩ সালে ‘পথ’ নামের সিনেমার মাধ্যমে বলিউডে সফর শুরু করেন আজাজ। কিন্তু কখনই ভাল চরিত্র পাননি তিনি। ছোটখাটো ভিলেনের চরিত্র করেছেন হিন্দি ও তেলুগু সিনেমায়। কয়েকটি হিন্দি ধারাবাহিকেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। তবে তিনি ‘বিগ বস ৭’-এর প্রতিযোগী হিসেবে বেশি পরিচিত পান। কিন্তু বিতর্ক এবং আজাজ খান যেন একে-অপরের সমার্থক। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই শিরোনামে রয়েছেন তিনি। কারণ, সুশান্তের অপমৃত্যুর সঙ্গে মাদক যোগ, সেই সময় তোলপাড় ফেলে দিয়েছিল বি-টাউনে। তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই আজাজের মাদক যোগের হদিশ পায় তদন্তকারী সংস্থা। টানা দু’বছর হাজতবাসের পর ২০২৩ সালে জামিন পেয়ে জেলের বাইরে বের হন তিনি। কিন্তু তাঁকে নিয়ে বিতর্কের অন্ত নেই। ‘বিগ বস’-এর ধাঁচে তৈরি আজাজের ‘হাউস অ্যারেস্ট’ রিয়ালিটি শো বিতর্কে জড়িয়েছিল। অভিযোগ, যৌনরসে ভরপুর এই শোয়ে প্রতিযোগী জুটিদের রকমারি ‘সেক্স পজিশন’ দেখাতে হয়। আর তা শেখান আজাজ। এই শোয়ের এমন অশ্লীল কন্টেন্টের ভিডিও ছড়িয়ে পড়তেই সরগরম নেটপাড়া। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে আবারও তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ ওঠে। তাঁকে প্রায় ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর রেশ কাটতে না কাটতে আবারও তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ইনফ্লুয়েন্সার ফিট বর্ষা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টলিপাড়ায় বিয়ের মরসুমে কি আলাদা পথে নবনীতা? জানালেন নিজের সিদ্ধান্ত

‘পুরোটাই গুজব!’ ম্রুণাল-ধনুশের বিয়ের খবরে জল ঢাললেন তারকা যুগলের টিম

কেকে লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’, গান গেয়ে সিদ্ধার্থের ৪১ তম জন্মদিন উদযাপন কিয়ারার

রোমান্টিক মুডে ‘ও রোমিও’, প্রথম গানেই দর্শকদের মন জয়

‘SIR নিয়ে হয়রানি দুঃখজনক’, নোটিস পেয়ে গর্জে উঠলেন মিঠাই

মুম্বইয়ের রাস্তায় ৫০ লাখের ‘টেসলা সাইবারট্রাক’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সঞ্জয় দত্ত, কিনলেন নাকি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ