প্রয়াত অভিনেতা বিক্রম গোখলেকে বলিউডের শ্রদ্ধাঞ্জলী

Published by:
No Author

Ei Muhurte

27th November 2022 2:31 pm

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দীর্ঘ ১৫ দিন ধরে জীবন মৃত্যুর অসম লড়াই শেষে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন বলিউডের প্রবীন অভিনেতা বিক্রম গোখলে (Vikram Ghokhale)। গত ১২ নভেম্বর অসুস্থতার কারনে কিংবদন্তী এই অভিনেতাকে পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার আচমকা বিক্রম গোখলের শারীরিক অবস্থার অবনতি হলে তিনি কোমায় চলে যান। এরপর শুক্রবার জানা যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রবীন অভিনেতা এরপর শনিবার ফের তাঁর অবস্থার অবনতি হয়। এবং শনিবার দুপুরে মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে জাতীয় পুরষ্কার জয়ী অভিনেতা বিক্রম গোখলের মৃত্যু হয়। প্রবীন অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত। জাতীয় পুরষ্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞ্যাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি (Bhagat singh Koshiyari)।

প্রবীন অভিনেতা বিক্রম গোখলের মৃত্যুতে শোক জ্ঞ্যাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ট্যুইট বার্তায় লিখেছেন, “বিক্রম গোখলে জি একজন সৃজনশীল এবং বহুমুখী অভিনেতা ছিলেন। দীর্ঘ অভিনয় জীবনে বহু আকর্ষণীয় চরিত্রে তিনি অভিনয় করেছেন যা তাঁকে চিরস্মরনীয় করে রাখবে। তাঁর মৃত্যুতে শোকাহত। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি” অন্যদিকে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি বিক্রম গোখলের মৃত্যুতে শোক জ্ঞ্যাপন করে জানিয়েছেন, “বিক্রম গোখলে একজন অসাধারণ অভিনেতা ছিলেন। বহু ছবিতে তিনি তার অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় রেখেছেন। গোখলে তার অভিনয় শৈলী এবং সংলাপ ডেলিভারি মধ্য দিয়ে অভিনয়ের উচ্চ মান স্থাপন করেছিলেন। চলচ্চিত্রের পাশপাশি একাধিক নাটকেও তিনি অভিনয় করেছেন। একাধিক চলচ্চিত্র এবং নাটক তার অভিনয়ের কারণে স্মরনীয় হয়ে থাকবে। সম্প্রতি ১৫ই আগস্ট তাঁর সাথে আমার দেখা করার সৌভাগ্য হয়েছিল। দুর্ভাগ্যক্রমে, বৈঠকটি আমাদের শেষ সাক্ষাৎ প্রমাণিত হয়েছিল। আমার মহান অভিনেতার প্রতি শ্রদ্ধা”।

প্রধানমন্ত্রী ও রাজ্যপালের পাশপাশি বিক্রম গোখলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাধিক বলিউড অভিনেতা অভিনেত্রী। বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা অমিতাভ বচ্চন বিক্রম গোখলের মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছেন, “বিক্রম গোখলের মত অভিনেতার চলে যাওয়ায় বিনোদন জগতের অপূরণীয় ক্ষতি”। বিগ বি তাঁর ব্লগে লিখেছেন, “ক্রমশ আমাদের বন্ধু সহকর্মীরা এক এক করে চলে যাচ্ছেন এবং আমরা তাদের জন্য প্রার্থনা করছি”।

অভিনেতা অক্ষয় কুমার প্রবীন অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে এক ট্যুইট বার্তায় লিখেছেন, “বিক্রম গোখলেজীর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। তাঁর সঙ্গে ভুলভুলাইয়া, মিশন মঙ্গল সহ একাধিক ছবিতে অভিনয় করেছিলাম এবং তাঁর থেকে অনেক কিছু শিখেছি”।

অভিনেতা অনিল কাপুর বিক্রম গোখলের মৃত্যুতে ট্যুইট করে শোক প্রকাশ করেছেন। ট্যুইট বার্তায় অনিল কাপুর লিখেছেন, “বিক্রম গোখলেজি ছিলেন একজন দক্ষ অভিনেতা। আমি সৌভাগ্য বসত প্রবীন অভিনেতার সঙ্গে একটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং ছবিটি আমার হৃদয়ের খুব কাছের। তাঁর অভাব বিনোদন জগত অনুভব করবে”।  

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি বিক্রম গোখলের মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছেন, বিক্রম গোখলে ছিলেন এমন একজন অভিনেতা যার দক্ষতা সীমাহীন। মারাঠি টেলিভিশন, থিয়েটার এবং চলচিত্রে সমান দক্ষতায় অভিনয় করেছেন তিনি। নিঃসন্দেহ উনি ছিলেন আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতা। আমার সৌভাগ্য যে আমি ওনার মত অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম”।

অভিনেতা মনোজ জোশী প্রবীন অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞ্যাপন করে জানিয়েছেন, “বিক্রম গোখলে ছিলেন ভারতীয় থিয়েটারের একজন সত্যিকারের কিংবদন্তী। তিনি তাঁর ব্যাতিক্রমী অভিনয় গুনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ওনার চলে জাওয়াতে আমি একজন প্রিয় বন্ধুকে হারিয়ে ফেললাম’।

অভিনেতা কমল হাসান বিক্রম গোখলের মৃত্যুতে শোক প্রকাশ করে তামিল ভাষায় ট্যুইট করেন। ট্যুইট বার্তায় কমল হাসান লিখেছেন, “বিক্রম গোখলে থিয়েটারের মাধ্যমে অভিনয়ে শুরু করে বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করেন। আত্র প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি”।

অভিনেতা রিতেশ দেশমুখ বিক্রম গোখলের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেছেন। ট্যুইট বার্তায় রিতেশ লিখেছেন, “আপনার কাজ চিরস্মরনীয় হয়ে থাকবে। তাঁর পরিবারকে আমার সমবেদনা”।

অভিনেত্রী সাবানা আজমী প্রবীন অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছেন, “হিন্দি সিনেমায় তিনি বিস্ফোরক প্রতিভা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু মারাঠি সিনেমায় তার অবদান প্রশংসনীয়। দুঃখের বিষয়, আমি কখনোই তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাইনি। তবে আমি তাঁকে দূরদর্শনের ‘উদান’-এ দেখেছি আমার খুব প্রিয় চরিত্র ছিল সেটি”।

অন্যদিকে ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর অভিনেতা বিক্রম গোখলের মৃত্যুতে শোক প্রকাশ করেন, “শচীন জানান, “বিক্রম গোখলে জির প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা। আমরা সবাই বড় পর্দায় তার উপস্থিতি মিস করব”।

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

624
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like