এই মুহূর্তে




হানিয়া আমিরই কাল, বর্ডার টু থেকে বাদ পড়তে চলেছেন দিলজিৎ দোসাঞ্জ




নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ‘সর্দার জি থ্রি’-তে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কাস্ট করার বিতর্কের মধ্যেই ‘বর্ডার টু’ থেকে বাদ পড়লেন দিলজিৎ দোসাঞ্জ।সাম্প্রতিক সময়ে শিরোনামে এসেছেন দিলজিৎ দোসাঞ্জ। তাঁর আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ‘সর্দার জি থ্রি’ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের এই সিনেমায় অভিনয় নিয়েই সেই বিতর্কের শুরু। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) ভারত সরকারের কাছে পঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ এবং ‘সর্দার জি থ্রি’-এর নির্মাতাদের ব্ল্যাক লিস্টেড করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ফেডারেশন আবেদন জানিয়েছে যে উক্ত ব্যক্তিদের পাসপোর্ট এবং ভারতীয় নাগরিকত্ব বাতিল করা হোক। পঞ্জাবি হরর কমেডিটিতে হানিয়া আমির অভিনয় করছেন একথা প্রকাশের পর থেকেই দিলজিৎ দোসাঞ্জ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোলড হয়েছেন।

‘বর্ডার টু’-এর ঘনিষ্ঠ সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, “যেহেতু ‘বর্ডার টু’ সিনেমাটি ভারতীয় সেনাবাহিনীকে কেন্দ্র করে নির্মিত, তাই নির্মাতারা মনে করছেন যে দিলজিৎ দোসাঞ্জ এই চরিত্রের জন্য উপযুক্ত নন।”’সর্দার জি থ্রি’ সিনেমা নিয়ে সমালোচনার সম্মুখীন হওয়ার পরেই ‘বর্ডার টু’ থেকে দিলজিৎকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। খবরে বলা হয়েছে, দিলজিতের জায়গায় সম্ভবত আসছেন অ্যামি ভার্ক।

সূত্রের খবর, ‘বর্ডার টু’-এর প্রযোজকরা ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। নির্মাতাদের ধারণা সমালোচনায় বিদ্ধ হওয়ার পর দিলজিতের এই চরিত্রে অভিনয় উপযুক্ত হবে না। তাই অভিনেতাকে বাদ দিয়ে নতুন অভিনেতার সঙ্গে পুনরায় শুটিং শুরু হবে শীঘ্রই। FWICE সভাপতি বিএন তিওয়ারি বলেছেন, “নির্মাতারা এখনও দিলজিতের অপসারণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করেননি, তবে এটিই একমাত্র উপায়। যদি টিম দিলজিৎকে নিয়ে শুটিং চালিয়ে যায়, তাহলে বোঝা যাবে যে তারা অভিনেতার উদ্দেশ্যকে সমর্থন করছে।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি

‘ভয়টা রয়েই গেছে’, লিভার কেটে বাদ দিলেও ফের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন দীপিকা

দীপিকাকে ছেড়ে রক্তাক্ত বেশে ২০ বছরের তরুণীর সঙ্গে রোমান্স, হঠাৎ কী হল রণবীরের?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ