এই মুহূর্তে

‘এত অত্যাচার করার জন্যে ক্ষমা করবেন’, জানুন ‘RRR’-এর ‘নাটু নাটু’ তৈরির কাহিনী

নিজস্ব প্রতিনিধি: যেন একটা যুদ্ধ জয়। চলতি বছরের শুরুতেই গোল্ডেন গ্লোব হাতে এসেছে ‘RRR’-এর। সেরা চলচ্চিত্র না হলেও ছবির গান ‘নাটু নাটু’ বিশ্ব জয় করেছে। গতকাল অস্কারেও সেরা মৌলিক গান হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘নাটু নাটু’, সুতরাং এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে জয়ের আনন্দে সপ্তম সাগরে ভাসছে টিম RRR। শুধু ভারত নয়, প্রথম এশিয়ান গান হিসেবে স্বীকৃতি পেল ‘RRR’-এর নাটু নাটু। শুধু পরিচালক, সুরকার কীরাভাণি, গীতিকার, গায়করাই নয়, এই গানের অন্যতম পুরস্কারের অধিকারী ছবির দুই নায়ক, রামচরণ এবং জুনিয়র এনটিআর। যাঁদের তুখোড় অভিনয় এবং নৃত্যশৈলীর জন্যে এই গানটি এখন আন্তর্জাতিকমানের হয়ে দাঁড়িয়েছে। কোরিওগ্রাফারও সমান কৃতিত্বের অধিকারী। যাই হোক, এই গানটির বানানোর পেছনে একাধিক গল্পও রয়েছে। জানেন কী সেগুলি?

অস্কারে সেরা মৌলিক গান হিসেবে নাটু নাটুর মনোনয়নের জন্যে সম্প্রতি একটি বিশেষ নোট দিয়েছেন রাজামৌলি। তিনি এই গানের সমস্ত অবদানকারীদের নাম উল্লেখ করে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। সুরকার এমএম কিরাভানিকে তিনি “পেদান্না” (বড় ভাই) বলে ডাকেন, গীতিকার চন্দ্রবোস, গায়ক কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ, কোরিও গ্রাফার প্রেম রক্ষিত, রাজামৌলির ছেলে কার্তিকেয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। যেখানে তিনি আরও জানিয়েছেন, RRR-এর তারকা রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর উন্মত্ত নাচের জন্যে আজ নাটু নাটু গোটা বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। তাঁর কথায়, “এই পুরস্কারের মুল প্রাপক এনটিআর এবং রাম চরণের সমন্বয় এবং শৈলী।” সঙ্গে তিনি আরও জানিয়েছেন, “তোমাদেরকে এত নির্যাতনের জন্য দুঃখিত।” রাম চরণ গোল্ডেন গ্লোবের রেড কার্পেটের সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার হাঁটু এখনও টলমল করছে।”

এসএস রাজামৌলি আরও বলেছেন, “রাহুল এবং ভৈরবের সুপার এনার্জেটিক কণ্ঠ গানটিকে উন্নত করেছে। তবে এও গান জয়ের প্রধান কারণ হল এনটিআর এবং রামচরণের দুর্দান্ত নৃত্যশৈলী। তাঁরাই বিশ্বজুড়ে শ্রোতাদের নাচিয়ে তুলেছে। নির্যাতনের জন্য দুঃখিত কিন্তু আমি এটি আবার করতে দ্বিধা করব না।” জানা যায়, এই গানের প্রস্তুতির জন্যে ভোরবেলা উঠতে হত নায়কদের। একদিনে একাধিকবার তাঁর রিহার্সাল করতেন। পা ব্যাথা হয়ে গেলেও নিস্তার পেতেন না তাঁরা। পা ব্যথা নিয়েও রিহার্সাল করতে হত। যার ফল, আজকে বিশ্বজুড়ে গানটির সফলতা। এদিন রাজামৌলি তাঁর দুই প্রধান অভিনেতার এই গানের জন্যে শাস্তিমূলক নাচের রুটিনকেও স্বীকার করেছেন। অন্যদিকে গানটির একটি ক্লিপ শেয়ার করে ছবিতে অংশগ্রহণকারী ব্রিটিশ অভিনেত্রী লিখেছেন, ‘মহাকাব্য চলচ্চিত্রের’ অংশ হতে পেরে তিনি কৃতজ্ঞ।

গোল্ডেন গ্লোব এবং অস্কার মনোনয়নের জন্য RRR-এর টিমকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, “অস্কারে সেরা মৌলিক গানের জন্য মনোনীত হওয়া এবং গোল্ডেন গ্লোব জেতা নাটু নাটুতে অংশগ্রহণ করতে পেরে আমি কৃতজ্ঞ।” গানে অভিনেত্রী অলিভিয়া মোরিসকে হাততালি দিতে দেখা গিয়েছে। মুক্তির পর গোটা বিশ্বজুড়ে RRR প্রায় কয়েক হাজার কোটি টাকা আয় করেছিল। তবে RRR সেরা আন্তর্জাতিক বৈশিষ্ট্য বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে অস্কারে মনোনীত হয়নি। প্যান নলিনের ছেলো শো, গাঙ্গুবাঈ, কাশ্মীর ফাইলস, সবটাই অস্কারে অফিসিয়াল এন্ট্রি হিসেবে উঠেছিল, কিন্তু শীর্ষ পাঁচে জায়গা করতে করেনি একটাও ভারতীয় ছবি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিন্ডেসেনার হয়ে লোকসভা নির্বাচনে গোবিন্দার প্রত্যাবর্তন, সম্পত্তির পরিমাণ কত?

প্রচারে নেমেই স্থানীয় ‘ঠাম্মা’-কে জড়িয়ে ধরলেন রচনা

চণ্ডীগড়ে রূপান্তরকামীদের নয়া উদ্যোগে সাক্ষী থাকলেন আয়ুষ্মান খুরানা

কলকাতায় নতুন ছবির শুটিংয়ে এলেন কাজল ও রণিত রায়, যাবেন বোলপুরেও

মুকুটে নয়া পালক! ‘নাইটহুড’ সম্মানে ভূষিত হলেন ‘ওপেনহাইমার’ পরিচালক

বাংলাদেশে ছবি করে বিপাকে ঋ, বকেয়া পারিশ্রমিকের দাবিতে ফেসবুক পোস্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর