নিজস্ব প্রতিনিধি: আগামিকাল গণেশ চতুর্থী। ইতিমধ্যেই গোটা মুম্বই মেতেছে গণেশ আরাধনায়। সেলিব্রিটি রাও কোনও অংশে কম যাচ্ছেন না। গতকাল বাড়িতে গণপতির প্রতিমা নিয়ে গিয়েছেন শিল্পা শেট্টি। এদিকে আজ সকাল থেকেই গণপতির প্রতিমা তৈরি নিয়ে ব্যস্ত অন্যান্য অভিনেতারা। শিব ঠাকরে পুলিশের পোশাকে গণপতি বাপ্পাকে স্বাগত জানিয়েছেন বাড়িতে, তা নিয়েও ট্রোলের মুখে পড়লেন অভিনেতা। এদিকে মুম্বইয়ের পাশাপাশি হায়দ্রাবাদ, চেন্নাইয়ের বাড়িতে গণেশ পুজোয় মত্ত দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। এদিন গণেশ চতুর্থী উপলক্ষ্যে জাতিগত পোশাক ধরা দিলেন আল্লু এবং তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি।
আল্লু অর্জুনকে একটি ঐতিহ্যবাহী সাদা চিকঙ্করি কুর্তা এবং পায়জামা পোশাকে দেখা গেল, স্নেহা একটি সুন্দর শাড়িতে সজ্জিত ছিলেন। অভিনেতার পরিবারের অন্যান্য সদস্য, আরহা এবং আয়ানও বাড়িতে গণপতি বাপ্পার পুজোয় মেতে উঠল। বোঝাই যাচ্ছে, উৎসবের আমেজে মগ্ন আল্লু পরিবার। কাজের ফ্রন্টে, আল্লু অর্জুনের পাইপলাইনে বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ সিনেমা রয়েছে। তার বহুল প্রত্যাশিত সিনেমাগুলির মধ্যে একটি হল পুষ্প 2। যেখানে আরও অভিনয় করেছেন রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল। এটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়লাম সহ একাধিক ভাষায় ১৫ আগস্ট, ২০২৪ সালে মুক্তি পাবে।
এদিকে সদ্যজাত সন্তানকে নিয়েই প্রথম গণপতি উৎসবে মাতালেন দক্ষিণের আরেক সুপারস্টার রামচরণ পরিবার। রাম চরণ এবং উপাসনা তাঁদের কন্যা ক্লিন কারার সাথে তাদের প্রথম গণেশ চতুর্থী উদযাপন করার জন্য প্রস্তুত। মেগাস্টার চিরঞ্জীবী সহ তাঁদের পরিবারেই গণেশের পুজো হচ্ছে। একটি ফটোতে চিরঞ্জীবীকে তার নাতনির দিকে আদর করে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে।
রাম চরণ এবং উপাসনা কামিনেনি তাঁদের মেয়ে ক্লিন কারা কোনিদেলার সঙ্গে মজার সময় কাটাচ্ছেন। ১৮ সেপ্টেম্বর, তারা মেগাস্টার চিরঞ্জীবী এবং পরিবারের বাকিদের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপন করছেন। রাম চরণ এবং উপাসনা গত ২০ জুন, তাঁদের শিশুকন্যাকে স্বাগত জানিয়েছেন। এবার পিতামাতা হিসাবে তাঁদের প্রথম গণেশ চতুর্থী উদযাপন করছেন তারকা পরিবার। গণেশ চতুর্থী পূজার ছবি শেয়ার করেছেন চিরঞ্জীবী। ফটোগুলির মধ্যে একটিতে মেগাস্টার চিরঞ্জীবীকে প্রেমময় দৃষ্টিতে তাঁর নাতির দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। রাম চরণ বর্তমানে পরিচালক শঙ্করের আসন্ন ছবি ‘গেম চেঞ্জার’-এর শুটিং করছেন। ফিল্মটি ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।