নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর। গত বছর জুড়েই অভিনেত্রীদের শুধু মা হওয়ার খবর বইছে বলিউড জুড়ে। বছরের শুরুতেই মা হয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়াল এবং সোনম কাপুর। দুজনেই ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। এরপরই প্রকাশ্যে আসে মা হতে চলেছেন বলিউডের আরও দুই পাওয়ারফুল অভিনেত্রী আলিয়া ভাট এবং বিপাশা বসু। গত মাসেই ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন আলিয়া এবং বিপাশা। সুতরাং বলিউড জুড়ে বইছে খুশির মরসুম। না চমকের শেষ নেই, কিছুদিন আগেই দক্ষিণী সুপারস্টার রাম চরণ ঘোষণা করেছিলেন প্রায় ১০ বছর পর বাবা হতে চলেছেন, তাঁর স্ত্রী উপাসনা অন্তঃসত্ত্বা। মঙ্গলবার প্রকাশ্যে এল বলিউডের আরও এক খ্যাতনামা অভিনেত্রী গওহর খান মা হতে চলেছেন।
৩৯ বছর বয়সে মা হওয়ার খবর অভিনেত্রী নিজেই জানালেন তাঁর ইনস্টাগ্রামের মাধ্যমে। এদিন গওহর এবং তাঁর স্বামী জায়েদ দরবারের সঙ্গে যৌথভাবে একটি মিষ্টি ইনস্টাগ্রাম অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে অভিনেত্রী গর্ভধারণের কথা ঘোষণা করলেন। ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেছেন গওহর, প্রেম করেই গাঁটছড়া বাঁধেন তাঁরা। বিয়ের ঠিক ২ বছরের মাথায় সন্তানের প্রত্যাশা করছেন তারকা যুগল। অভিনেত্রীর ডিনার ডেট হোক বা অন্যকিছু, সব সময়েই তাঁদের রোমান্স নজর কেড়ে নেয় নেটিজেন দের। অভিনেত্রীর জীবনের নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে আসতেই ভক্ত এবং অনুগামীদের ভালবাসা এবং শুভেচ্ছা উপচে পড়ছে। অভিনেত্রী ভক্তদের কাছে তাঁকে আশীর্বাদের জন্য অনুরোধ করেছেন।
দম্পতি তাঁদের পোস্টের ক্যাপশনে লিখেছেন, “বিসমিল্লাহ হির রহমানের রহিম। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা চাই। মাশা আল্লাহ! আমাদের বিয়ে থেকে শুরু করে এই সুন্দর নতুন যাত্রা পর্যন্ত সবেতেই আপনাদের সঙ্গে পেয়েছি। আমি আশা করি আমার নতুন সূচনাতেও আপনারা আমার সঙ্গে থাকবেন।” গওহরের স্বামী জায়েদ পেশায় একজন অভিনেতা, নৃত্যশিল্পী, বিষয়বস্তু নির্মাতা। তবে তাঁর একটি সেরা পরিচয় তিনি সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে। গওহর বিগ বস সিজন 7-এর বিজয়ী হয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও তিনি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং আইটেম গানে নেচেছেন।