এই মুহূর্তে




উত্তাল বাংলাদেশে ভাঙচুর হিন্দু মন্দির, ‘বীভৎসতা’র প্রতিবাদে পরমব্রত চট্টোপাধ্যায়




নিজস্ব প্রতিনিধি: অগ্নিগর্ভ বাংলাদেশ। ছাত্র আন্দোলনে উত্তপ্ত পদ্মপার। ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জয় হয়েছে তরুণ প্রজন্মের। লড়াকু তরুণ সমাজ বুঝিয়ে দিয়েছে, জনগণ চাইলে সরকার গড়তেও পারে, আবার নিমেষে গুড়িয়েও দিতে পারে। ইতিমধ্যেই আন্দোলনে বলি হয়েছে শতাধিক তরুণ। বলি হয়েছে নিরীহ আন্দোলনকারীরা। রক্তাক্ত রবিবারের পর গতকাল সোমবারেও বাংলাদেশে তুমুল উন্মাদনা বহাল ছিল। অবশেষে সুযোগ বুঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। আর শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরও আরও উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। তাঁর বাসভবন থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গার একাধিক ছবি ও ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে এবার শোনা যাচ্ছে, মন্দির ভাঙার খবর। সঙ্গে হিন্দু কাউন্সিলারকে খুন, ইসকনের মন্দির ভাঙারও খবর পাওয়া গিয়েছে। রীতিমতো উত্তাল বাংলাদেশ।

শেখ হাসিনার পদত্যাগ করার পর এখন অন্তর্বর্তী সরকার গড়ার লক্ষ্যে সেনা। আর বাংলাদেশের এমন উত্তাল পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ তারকাদের পাশাপাশি টলিউড তারকারাও। তবে হিন্দু মন্দির ভাঙা একেবারেই কাম্য নয়। এবার ফরিদপুরের ছবি শেয়ার করে এই ‘বীভৎসতা’র প্রতিবাদ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রতর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, একটি গেটের সামনে একদল তরুণকে দাঁড়িয়ে ও বসে রয়েছে। আর ছবির ক্যাপশনে লেখা রয়েছে, “ফরিদপুরে রামকৃষ্ণ মিশন রক্ষার্থে আমাদের চরকমলাপুর যুব সংঘ টিম পাহারায় রয়েছে। ইন-শা-আল্লাহ আমরা থাকতে পুরো ফরিদপুর শহরে কোন মন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটতে দেব না। এছাড়া ফরিদপুর ইসকন মন্দির, সাহাপারা মন্দির, পূর্ব আলিয়াবাদ পাটপাশা মন্দির ও চকবাজার মন্দিরেও আমাদের ভলান্টিয়াররা রয়েছে।”

এই বিষয়টি ইনস্টাগ্রামে পোস্ট করে পরমব্রত কোনও প্রতিবাদ না করলেও অভিনেতা ঋদ্ধি সেন এই পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “সোশাল মিডিয়া নামক পরমাণু বোমার চেয়েও ভয়ানক আবিষ্কারের মধ্যে থেকে একটা চেষ্টা করে যেতে হবে, সত্যের বদলে মিথ্যের বিস্ফোরণ যাতে না ঘটে। এই মুহূর্তে বাংলাদেশে ঘটে চলা বীভৎসতা এবং ভুলের মাঝে চেষ্টা করতেই হবে সত্যিটা এগিয়ে রাখার, কোনও দেশের সাধারণ খেটে খাওয়া নাগরিক সন্ত্রাসবাদী, মৌলবাদী নন। রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো শেষ অবধি সন্ত্রাসবাদী। এই মুহূর্তের পরিস্থিতি জবাবের বদলে পালটা জবাব, ঘৃণার বিরুদ্ধে পালটা ঘৃণা, ধ্বংসের বিরুদ্ধে পালটা ধ্বংসের নয়। ফেসবুক নামক বস্তুটির অ্যালগরিদম যেকোনও রাষ্ট্র ব্যবহার করে নিজেদের ঘৃণা ছড়ানোর মাধ্যম হিসেবে। অনুরোধ করছি, এই ঘৃণা মানুষ চায় না, যারা চায় তারা আর যাই হোক সাধারণ নাগরিক নন। ছাত্র আর মৌলবাদীদের এক করে দেবেন না, এই সময়টা সব থেকে কঠিন, যে সময় একটা সরু সুতোর ওপর হাঁটতে গিয়ে অধিকাংশই পড়ে যায় অন্ধকার ঘৃণার গহ্বরে।

বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার মতো লজ্জাজনক এবং ভয়ানক চিত্রের পাশাপাশি একটা অন্য দৃশ্যও চলছে, অনুরোধ করছি, সেটাকে এড়িয়ে যাবেন না।” এদিকে অশান্তির আগুনের মধ্যেই বলি হয়েছে বাংলাদেশের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান, তাঁর ছেলে অভিনেতা শান্ত খান, তাঁদের পিটিয়ে হত্যা করা হয়েছে। সেলিম ছিলেন শাপলা মিডিয়ার কর্ণধার। যাঁর সঙ্গে টলি তারকা দেব থেকে অঙ্কুশ, বনিদের যোগাযোগ ছিল। এছাড়া তাঁর ছেলে শান্তর সঙ্গে সিনেমা করেছেন কৌশানী মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। যা শুনে কৌশানী বলেন, তাঁর নায়কের এমন মৃত্যুর কথা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না তিনি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ফুলকি’, ‘গীতা’-কে হারিয়ে টিআরপির শীর্ষাসন দখল ‘গোবর দেবী’র

নিখোঁজ হওয়ার ৯ দিন পরে মিলল ২৬ বছর বয়সী মেক্সিকান অভিনেতার মৃতদেহ

চিরঘুমের দেশে প্রখ্যাত লোকগায়ক মাঙ্গে খান, বয়স হয়েছিল ৪৯

মৃত্যুর আগে মালাইকার সঙ্গে শেষ কথা, প্রকাশ্যে অনিল মেহতার ময়নাতদন্তের রিপোর্ট

বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হল হাসিনা ঘনিষ্ঠ আরও ২ লেফটেন্যান্ট জেনারেলকে

জামিন পেলেন ভারতের গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নেওয়া বাবর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর