-273ºc,
Saturday, 3rd June, 2023 3:19 am
নিজস্ব প্রতিনিধিঃ তারকা বলে যে মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছা হয় না এমনটা নয়। মাঝেমাঝে নিয়ম ভেঙে ফাস্টফুড খাওয়ার ইচ্ছা তাঁদেরও হয়। আর তারই প্রমাণ মিলল আমিরের লাল সিং চাড্ডার প্রমোশনে। বলে রাখা ভালো ২৯ মে রবিবার মুক্তি পেতে চলেছে করিনা কাপুর খান ও আমির খান অভিনীত লাল সিং চাড্ডার ট্রেলার। আর জমকালোভাবে অভিনব পদ্ধতিতে একটি ক্রিকেট ম্যাচের মাঠে গ্র্যান্ড ফিনালেতে লঞ্চ হবে এই ছবির ট্রেলার। তার আগে শনিবার সংবাদমাধ্যমের জন্য ছবির ট্রেলারের একটি স্পেশ্যাল প্রিভিউয়ের আয়োজন করা হয়েছিল।
সেই অনুষ্ঠানের শেষে বেরিয়ে আসার পর আমিরকে মন ভরে ফুচকা খেতে দেখা গেল। শুধুই মনের আনন্দে ফুচকা খেলেন অভিনেতা এমনটা নয় পাপারাজ্জিদের জন্য ফুচকা হাতে পোজও দিলেন। আর তাঁর মুখে হাসির ঝলক দেখে বোঝাই যাচ্ছিল যে মিস্টার পার্ফেকশনিস্ট মাঝে মাঝে ‘ইমপার্ফেকশন’ও পছন্দ করেন। আর তাই তো ডায়েট ভুলে নিয়ম ভাঙলেন তিনি।
View this post on Instagram
২৯ মে সন্ধ্যা ৬টায় ক্রিকেট মাঠে সাড়ম্বরে মুক্তি পাবে আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’এর ট্রেলার। প্রথমবার এমন এক ইভেন্টের জন্য উচ্ছ্বসিত ক্রিড়া ও বিনোদন জগতের সকলে। কারণ এ এক আলাডা নজির সৃষ্টি করতে চলেছে বিনোদন জগতে তা বলাই বাহুল্য। যদিও এর আগে ২০১৭ সালে দেব অভিনীত ‘আমাজন অভিযান’ ছবির সবথেকে বড় পোস্টার মুক্তিন পেয়েছিল কলকাতার ঐতিহ্যশালী ফুটবল গ্রাউন্ড মোহনবাগানে। অন্যদিকে বহুদিন ধরে মুক্তি আটকে রয়েছে ‘লাল সিং চাড্ডা’এর। অবশেষে এই ছবির মুক্তির খবরে দিন গুনছেন আমির ভক্তরা।