এই মুহূর্তে




ঝুলনের বায়োপিক মনে ধরে নি নেটফ্লিক্সের, কবে মুক্তি পাবে অনুষ্কার ‘চাকদা এক্সপ্রেস’?

নিজস্ব প্রতিনিধি: প্রথমবার বিশ্বকাপ জয়ী হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার ICC ওডিআই বিশ্বকাপ জিতেছে হরমনপ্রীত কৌরের দল। ভারতের এই ঐতিহাসিক জয়ের সেলিব্রেশন এখনও দেশজুড়ে বহাল। তাঁদের এই জয়, ‘মেয়েদের জন্যে ক্রিকেট বা কোনও খেলা নয়’ এই ত্যাবু ভেঙে দিয়েছে। জায়গায় জায়গায় হরমনপ্রীতদের নিয়ে আনন্দে ভাসছেন পুরুষরাও। সমাজ বদলানোর জন্যে বিশ্বকাপ জয় দরকার ছিল ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে। যা ছিল ৪৭ বছরে প্রথম। এর আগে ২০০৫ এবং ২০১৭ সালে ফাইনাল পর্যন্ত এগোলেও ট্রফি জিততে পারেনি মহিলা দল।

সেদিন লাস্ট ক্যাচ হরমনপ্রীতের তালুবন্দি হতেই শাপমুক্তি হয় ভারতীয় মহিলা ক্রিকেট টিমের। এই আবহে এবার ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক মুক্তির দাবি উঠেছে।যেটি প্রায় তিন বছর ধরে মুক্তির অপেক্ষায়। ছবিতে ঝুলনের ভূমিকায় অভিনয় করবেন অনুষ্কা শর্মা। এই ছবির মাধ্যমেই কামব্যাক করবেন অনুষ্কা। কিন্তু ছবির কাজ শেষ হলেও এখনও ছবি মুক্তির দিনক্ষণ ধার্য করা হয়নি। তাতেই ক্ষুব্ধ ভক্তদের একাংশ। ছবিটি ঝুলন গোস্বামীর জীবনী নিয়ে আবৃত। মহিলারা বিশ্বকাপ জিততেই এই ছবি মুক্তির দাবি তোলেন নির্মাতারা। কিন্তু নিজের জীবনীচিত্র নিয়ে কতটা আশাবাদী খোদ ঝুলন? ২০২২ সালে ভারতীয় ক্রিকেটদল থেকে অবসর নিয়েছেন ঝুলন। যিনি নদিয়ার চাকদহের মেয়ে। বাংলার গৌরব। সেই সময়ে কলকাতায় এসে শুটিং করে গিয়েছেন অনুষ্কা।

সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু পরে শোনা যায়, যে ভাবে ছবিটি নির্মাণ করা হয়েছে, সেটা পছন্দ হয়নি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের। আবার ছবির স্বত্ব তাঁদের হাতেই। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেটদল বিশ্বকাপ জিততেই এই ছবি নিয়ে ফের কোমর বাঁধেন নির্মাতারা। এই বিষয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে ঝুলনকে বলেন, এ সব বিষয়ে কোনও তথ্য নেই তাঁর কাছে। তাই কিছু বলতে পারবেন না। এদিকে তাঁর জীবনীচিত্রের প্রস্তুতির শুরুতে অনুষ্কার সঙ্গে একাধিক বার দেখা করেছিলেন ঝুলন। বেশ কিছু টিপ্‌সও দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর জীবনীচিত্র মুক্তি নিয়ে এমন টালবাহানা দেখে, পরে নিজেকে গুটিয়ে নেন ঝুলন। তবে বর্তমানে মহিলা ক্রিকেট নিয়ে দর্শকের মধ্যে যে আবেগ তৈরি হয়েছে, তা দেখে যদি এবার ছবি মুক্তি পায়, সেটা নিয়েই এখন আশাবাদী চাকদা এক্সপ্রেসের নির্মাতাদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেক্সিকোর ফতিমা বস্কের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

‘সময় পেলে আমিও সিরিয়াল দেখি, আমার ভাল লাগে’, টেলি আকাডেমি মঞ্চে গোপন কথা ফাঁস মমতার

বুদ্ধ অবতার থেকে চোখ ধাঁধানো লাল গাউন, ‘মিস ইউনিভার্স’ মঞ্চে নজর কাড়ছেন ভারতীয় সুন্দরী

পরিণীতাকে ছ্যাকা! টিআরপিতে অসাধ্য সাধন করল ‘রাঙামতী তীরন্দাজ’, শীর্ষস্থানে কে?

জল্পনায় সিলমোহর! দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম, বেবি বাম্প প্রকাশ্যে এনে দিলেন সুখবর

‘পশুর সঙ্গমের দৃশ্য’ বাদ, ৩টি সংলাপে কাঁচি, শর্তসাপেক্ষে মুক্তির ছাড়পত্র পেল ‘মাস্তি ৪’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ