এই মুহূর্তে




‘সায়ারা’, ‘ধুম ৩’-কে পেছনে ফেলল ‘কান্তারা চ্যাপ্টার ১’, মাত্র ১০ দিনে বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন জানেন?

নিজস্ব প্রতিনিধি: একের পর এক রেকর্ড ভাঙছে “কান্তারা চ্যাপ্টার ১”। মুক্তির দ্বিতীয় সপ্তাহের শেষে বক্স অফিস কালেকশনে বিরাট ঝড় তুলেছে। আয় রয়েছে উর্ধগতিতে। শনিবার ছবিটি দেশীয় কালেকশনে ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ছবি সর্বকালের ব্লকবাস্টার হিসেবে নিশ্চিত করার দিকে এগিয়ে চলেছে।

কান্তরা চ্যাপ্টার ১ বক্স অফিস আপডেট

শনিবার প্রেক্ষাগৃহে দশম দিনে এই ছবি ভারতে ৩৭ কোটি টাকা আয় করেছে। শুক্রবারের তুলনায় যা ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ঋষভ শেঠির সিনেমার প্রথম সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৭৫ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির অর্থ হল ১০ দিন পর ছবিটি ভারতে ৩৯৬.৬৫ কোটি টাকা (মোট ৪৭৬ কোটি) আয় করেছে। আজ দ্বিতীয় রবিবারও আয়ের দিক থেকে উপরে ওঠার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে এই ছবি রবিবার শুধুমাত্র ভারতেই ৪০ কোটি টাকার বেশি আয় করবে।

কান্তারা চ্যাপ্টার ১-এর প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মস শুক্রবার ঘোষণা করেছে যে পিরিয়ড অ্যাকশন ড্রামা ছবিটি প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৫০৯ কোটি আয় করেছে। তবে, ভারতের বাণিজ্য সূত্রের অনুমান, এই ছবির আয় ৫৬০ কোটির কাছাকাছি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে ‘কান্তারা চ্যাপ্টার ১’ টাইগার জিন্দা হ্যায় এবং ধুম ৩ (উভয়ই ৫৫৮ কোটি) কে পিছনে ফেলে সর্বকালের সেরা ২৫টি ভারতীয় ছবির তালিকায় স্থান করে নিয়েছে। যদি ৫৯০ কোটি টাকার আয়ের অঙ্কটি সত্যিই সঠিক হয়, তাহলে কান্তরা চ্যাপ্টার ১ অন্যান্য ব্লকবাস্টার সিনেমা যেমন সায়ারা (৫৭০ কোটি), পদ্মাবত (৫৮৫ কোটি) এবং সঞ্জু (৫৮৯) এর সর্বকালের সংগ্রহকেও ছাড়িয়ে গিয়েছে।

প্রসঙ্গত, কান্তরা চ্যাপ্টার ১ হল ঋষভ শেঠি রচিত ও পরিচালিত ২০২২ সালের ব্লকবাস্টার কান্তরার প্রিক্যুয়েল, যা বিশ্বব্যাপী ৪০০ কোটি আয় করেছিল। প্রথম ছবির ঘটনার এক হাজার বছর আগে নির্মিত প্রিক্যুয়েলটি এর গল্প, দৃশ্য এবং অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে। ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, জয়রাম এবং গুলশান দেবাইয়া।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছোট্ট পা, একরাশ খুশি, ছেলেকে প্রকাশ্যে আনলেন রাঘব-পরিণীতি, পুত্রের নাম কী রাখলেন?

অদিতির পর এবার WhatsApp-এ ‘শ্রিয়া শরণ’ সেজে প্রতারণা, ভক্তদের কী বার্তা দিলেন দক্ষিণী নায়িকা?

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ