এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘কুলের আচার’ এবং ‘শ্রীমতী’র মধ্যে হল পাওয়া নিয়ে জোর টানাপোড়েন, ক্ষুব্ধ স্বস্তিকা

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘শ্রীমতী’। আর সেই ছবিকে ঘিরেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে। মনে রাখা ভালো এই ছবির মাধ্যমেই যেন প্রত্যেক সাধারণ দর্শকের ঘরের মানুষ হয়ে ধরা দিয়েছেন স্বস্তিকা। শাঁখা-সিঁদুরে পাকা গৃহিনীর মত সাজ পোশাকে তিনি যেন আমাদেরই ঘরের অনন্যা হয়ে উঠেছেন। মুক্তির পর থেকে রমরমিয়ে চলছিল স্বস্তিকার’শ্রীমতী’।

বক্স অফিসে বেশ ভালো ব্যবসাও করছিল। অন্যদিকে স্বস্তিকাও সবরকম ভাবে নিজের ছবির প্রচারে মেতেছিলেন। হল ভিজিট থেকে শুরু করে ভক্তদের সঙ্গে মিশে যাওয়া, তাঁদের সঙ্গে সেলফি তোলা সমস্ত আবদার পূরণ করছিলেন তিনি। কিন্তু হঠাৎই তাতে বাধ সাধলো ‘কুলের আচার’। ‘শ্রীমতী’ মুক্তির পর ১৭ টি হল পেলেও বর্তমানে মাত্র ৪টি হলে চলছে স্বস্তিকা-সোহম অভিনীত এই ছবি। আর তা নিয়েই বিস্ফোরক স্বস্তিকা। তবে হল মালিকদের বিরুদ্ধে নয় তাঁর অভিযোগ ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে। আর সেই ডিস্ট্রিবিউটর হলো এসভিএফ।

শুক্রবার রাতেই সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা একটি পোস্ট করেছেন। সেখানে রীতিমত ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ”বাংলা ছবি দেখুন, বাংলা ছবি সাপোর্ট করুন কিন্তু কে কিভাবে করবে ? ডিসট্রিবিউটার যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে, নতুন প্রোডিউসার হলে তাকে কোনরকম জায়গা দেওয়া হবে না, উঠতি ডিরেক্টর হলে তাকে পাত্তা দেওয়ার দরকার নেই। আর নারী কেন্দ্রীক ছবি হলে তো প্রথম থেকেই বাদ এর খাতায়।
ভাল সেল হলেও, মানুষ উচ্ছসিত প্রশংসা করলেও, রিভিউ/ফিডব্যাক সব দারুণ হলেও তাতে কি ? হল দেওয়া হবেনা আর দেওয়া হলেও এমন শো টাইম দেওয়া হবে যাতে কেউ না যেতে পারে, সেল তলানি তে ঠ্যাকে এবং তৃতীয় সপ্তাহে ছবি উঠিয়ে দেওয়া যায়। শ্রীমতির কপালেও এটাই হল। 1st week এ ছিল ১৭ টা হল
2nd week এ দেওয়া হল ৪ টে আর সমস্ত শো টাইম দুপুরে। কে যাবে দুপুর ১২-১ টার সময় সিনেমা দেখতে?কাল PVR Diamond Plaza তে বিকেল ৪.২০ শো তে ১০০ জনের ওপরে দশর্ক ছিলেন কিন্তু তাও আজকে থেকে একটাই শো দুপুরে। কোটি টাকা খরচ করে ছবি বানানো হয় কিন্তু তাকে দুটো week সময় দেওয়া হবেনা।”

তাঁর আরও অভিযোগ, ”আমাদের distributor SVF, তাদের নিজেদের প্রযোজিত ছবি এল আজ, তাই সব ভাল শো তাদের, এটাই তো হয়ে এসেছে, এটাই হবে। যাক, আপনারা আপিস কামাই করে আর মা-মাসি-দিদা রা সব কাজ ফেলে রেখে দুপুর বেলা শ্রীমতি দেখতে যাবেন না। পরের সপ্তাহে এমনিও উঠিয়ে দেবে ব্যাস বাংলা ছবি কে এইভাবেই বাংলা ছবির ডিসট্রিবিউটার রা সাপোর্ট করবে। শুধু মন দিয়ে অভিনয় করলে হবে ? ছবি চলতে দেবেনা তাই নিয়ে ও যুদ্ধ করতে হবে। করেও কিছু হবেনা। আপনাদের ভালবাসা মনে রাখব, আশীর্বাদ করুন যাতে আরো যুদ্ধ করার জোর পাই”

তার আরও দাবি, প্রথম সপ্তাহে শ্রীমতির শো ছিল ১৭ টা। দ্বিতীয় সপ্তাহে সেটাই ৪টেতে এসে দাঁড়িয়েছে। কোটি টাকা খরচ করে বানানো ছবি এরকম হাল দেখে রীতিমত ক্ষুব্ধ স্বস্তিকা। উল্লেখ্য ১৫ জুলাই মুক্তি পেয়েছে এসভিএফ এর ব্যানারে ‘কুলের আচার’। পারিবারিক এই ছবিতে অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর ভূমিকায় বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। এছাড়াও জুটি বেঁধেছেন শ্বশুর-শাশুড়ির ভূমিকায় ইন্দ্রাণী হালদার ও সুজন মুখোপাধ্যায়। বিয়ের পর এক মেয়ের জীবনের পরিবর্তন তথাপি পদবী পরিবর্তন না করতে চাওয়ার গল্পই বলবে এই ছবি। আর এই দুই ছবি অর্থাৎ ‘কুলের আচার’ এবং ‘শ্রীমতী’র মধ্যেই এখন শুরু হয়েছে জোর টানাপোড়েন হল পাওয়া নিয়ে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুবাইয়ের কনসার্টে প্রকাশ্যে মাহিরার কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, কিন্তু কেন?

‘আমি মুসলিম আদাবে অভ্যস্ত, কিন্তু পঞ্জাবে গিয়ে বুঝলাম নমস্তের শক্তি কতটা’: আমির

কাজ না জোটায় হতাশা, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ভোজপুরি অভিনেত্রী

মহাদেব বেটিং অ্যাপ মামলায় ধৃত সাহিল খানের ১ মে পর্যন্ত জেল হেফাজত

গুরুতর অসুস্থ ‘জব উই মেট’-খ্যাত অভিনেত্রী সৌম্য ট্যান্ডন, কী হয়েছে তাঁর?

বিতর্কিত ভিডিওর জন্যে ৬ মাস কারাবাস, বাড়ির সামনে খুন হলেন ইরাকি টিকটকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর