27ºc, Haze
Friday, 24th March, 2023 10:27 pm
নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই সংবাদমাধ্যম দখল করে রয়েছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর পরিবার। সৌজন্যে শাশুড়ি-বউমার চুলোচুলি। এই মুহূর্তে নওয়াজউদ্দিন ব্যস্ত তাঁর তেলেগু ডেবিউ নিয়ে। অন্যদিকে তাঁর পরিবারে চলছে ধুন্ধুমার কাণ্ড। দিন কয়েক আগেই জানা যায়, অভিনেতার মা মেহেরুনিসা সিদ্দিকী নওয়াজ এর স্ত্রী আলিয়ার বিরুদ্ধে সম্পত্তির দখলদারি নিয়ে ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে আলিয়া জানিয়েছেন, নওয়াজের সঙ্গে তাঁর এখনও বিচ্ছেদ হয়নি, তাও নওয়াজের বাড়িতে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছেনা। কিন্তু তিনি জোর করে নওয়াজের বাড়িতে ঢুকলেও তাঁকে রীতিমতো আটক করে রাখা হয়েছে। বাইরে বেরোতে ভয় পাচ্ছেন তিনি। সম্প্রতি আলিয়া এবং অভিনেতার মা মেহরুনিসা সিদ্দিকী জড়িত মামলাটি আরও একটি নয়া মোড় নিয়েছে।
আলিয়ার কথায়, ঘটনার সময় তিনি শাশুড়ির দ্বারা খারাপ ব্যবহারের শিকার হয়েছেন। অভিনেতার মা তাঁর বিরুদ্ধে যা অভিযোগ এনেছিলেন তা কোনটাই সত্যি নয়। সম্প্রতি আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকী জানিয়েছে যে, আলিয়াকে তাঁর শ্বশুরবাড়িতে দুর্ব্যবহার করা হচ্ছে। বাথরুম ব্যবহার করতে দেওয়া হচ্ছেনা, এবং বিছানার মতো মৌলিক অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এমনকী আলিয়া এবং তাঁর সন্তানদের নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরও জানান, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তাঁর পরিবারের আলিয়াকে বাড়ি থেকে সরিয়ে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। পুলিশের মাধ্যমে তাঁরা তাঁকে গ্রেফতারের হুমকিও দেয়। কিন্তু কোনও পুলিশ অফিসার আলিয়ার কথা শুনছে না, তাঁর অধিকার রক্ষা করতেও আসছেনা। বরং পুলিশ অফিসারদের সামনে আলিয়াকে অপমান করছে।
আলিয়ার আইনজীবী বিবৃতিতে লিখেছেন, “নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তাঁর পরিবারের সদস্যরা গত সাতদিনে আমার ক্লায়েন্টকে কোন খাবার, কোন বিছানা এবং স্নান করার জন্য কোনও বাথরুম দেয়নি। এমনকি তাঁরা আমার ক্লায়েন্টের চারপাশে অসংখ্য পুরুষ দেহরক্ষী নিযুক্ত করেছে এবং হলটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। যেখানে আমার ক্লায়েন্ট বর্তমানে তার নাবালক সন্তানদের সঙ্গে অবস্থান করছে। আমি নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে মামলা করার জন্য আমার মক্কেলের কোনও স্বাক্ষর গ্রহণ করি নি।” আইনজীবী প্রমাণ হিসাবে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “আমার মক্কেলের অধিকার রক্ষার জন্য কোনও পুলিশ অফিসার এগিয়ে আসেনি। পরিবর্তে, নিরাপত্তারক্ষীরা আমার ক্লায়েন্টকে গার্হস্থ্য সহিংসতার জন্য এবং FIR বাতিলের জন্য আদালতের কাগজপত্রে স্বাক্ষর করা থেকে বিরত রাখার চেষ্টা করেছে। কবে থামবে এই ‘জঙ্গলরাজ’।” তবে মামলায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি, তবে পুলিশ মনে করছে অভিনেতা, তাঁর স্ত্রী এবং তাঁর মায়ের মধ্যে সম্পত্তির বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সংবাদ অনুসারে, নওয়াজ ও তাঁর স্ত্রী ২০১১ সালে আলাদা হয়েছিলেন এবং আলিয়া ওরফে জয়নব তাঁদের সন্তানদের নিয়ে আলাদা বসবাস করতেন। রবিবার, অভিনেতা বাড়িতে না থাকায় তিনি তাঁদের বাসভবনে যান। তখনই অভিনেতার মায়ের সঙ্গে আলিয়ার তর্কাতর্কি হয় এবং তিনি আলিয়ার নামে থানায় অভিযোগ দায়ের করেন।