এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’র সময় বাজবে লতার কন্ঠের শেষ ‘রাম ভজন’

নিজস্ব প্রতিনিধি: শুধু দেশ নয়, গোটা বিশ্বের এখন নজর অযোধ্যার রামমন্দির উদ্বোধন। কয়েক যুগ ধরে অপেক্ষা রাম ভক্তদের সাধ পূরণ হতে চলেছে। তবে মন্দিরের কাজ এখনও বাকি, তবুও তড়িঘড়ি রামমন্দির উদ্বোধনে মজেছে কেন্দ্রীয় সরকার। তার পেছনে একটাই কারণ! লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর চোখে বিজেপির রাম নাম! যাই হোক, অযোধ্যার রামমন্দির উদ্বোধন ১৬ জানুয়ারি হয়ে গিয়েছে। কিন্তু ভগবান রামের ‘প্রাণ প্রতিষ্ঠা’ হবে আগামী ২২ জানুয়ারি। যেদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলিউড এবং দক্ষিণের একাধিক সেলিব্রিটি-সহ প্রায় ৭,০০০ অতিথি। থাকবেন দেশের প্রভাবশালী ব্যক্তিত্বরাও। ইতিমধ্যেই অনুষ্ঠানের সারমর্ম তৈরি হয়ে গিয়েছে। ২২ জানুয়ারি রামের ‘প্রাণ প্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কিন্তু দেশের এত বড় একটা অনুষ্ঠানে থাকবে না দেশের মহান গায়িকা লতা মঙ্গেশকরের স্মৃতি, তা হতে পারে! তিনি মারা গিয়েছেন ঠিকই, কিন্তু রেখে গিয়েছেন তাঁর অমূল্য স্মৃতি। সেদিন কন্ঠের মাধ্যমে দেশবাসীর মধ্যে উপস্থিত থাকবেন লতা মঙ্গেশকর। বিষয়টি আজ নিশ্চিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লতা মঙ্গেশকরের রেকর্ড করা শেষ শ্লোক ‘রাম ভজন’ এদিন অনুষ্ঠানের সময় ধ্বনিত হবে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটে লতা মঙ্গেশকরের ‘রাম ভজন’ শেয়ার করে লিখলেন, এটি লতা মঙ্গেশকরের কন্ঠে রেকর্ড করা শেষ শ্লোক। তিনি X-এ লিখেছেন, “এখন গোটা জাতি ২২ শে জানুয়ারির জন্যে উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে, যাঁদের মধ্যে আমরা আমাদের প্রিয় লতা দিদিকে মিস করব। এখানে তিনি একটি শ্লোক গেয়েছেন। তার পরিবার আমাকে বলেছে এটি তার রেকর্ড করা শেষ শ্লোক। #শ্রীরামভজন।”

২২ শে জানুয়ারী রাম মন্দির ‘প্রাণ প্রতিষ্টা’ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন অভিনেতা, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে, অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি, রজনীকান্ত, অভিষেক বচ্চন, আলিয়া ভাট এবং রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা, রণদীপ হুদা, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ-সহ অন্যান্যরা। এদিকে ১৬ জানুয়ারী থেকে ২২ জানুয়ারি পর্যন্ত রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভগবান শ্রীরামের নামে কীর্তন, রামায়ণের নৃত্যনাট্য-সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ১৭ জানুয়ারি রামমন্দির প্রাঙ্গণে নৃত্যনাট্যের মাধ্যমে রামায়ণ তুলে ধরবেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। এছাড়াও অনুষ্ঠানে ‘রামলীলা’তে পারফর্ম করার কথা রাকেশ বেদী এবং বিন্দু সিংয়ের, যিনি ভগবান শিবের ভূমিকায় অভিনয় করবেন। এদিকে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা জাতীয় পুরষ্কারপ্রাপ্ত গায়িকা কে এস চিত্রার। সুতরাং এলাহি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চতুর্থ দফাতেও ভোটদানের হার হতাশাজনক, উদ্বেগ পদ্ম শিবিরে

ধুলোঝড়ে লন্ডভন্ড মুম্বই, বিল বোর্ড আছড়ে চাপা পড়ে মৃত ৪

শর্তসাপেক্ষে জামিন পেলেন অপহরণে অভিযুক্ত দেবগৌড়া পুত্র এইচডি রেভান্না

যখন-তখন বাড়িতে চড়াও হওয়া কেন, ইডির কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

পঞ্জাবে আপের তারকা প্রচারকের তালিকায় কেজরিওয়ালের পাশাপাশি তিহাড়-বন্দি শিসোদিয়া

ভয়াবহ ধূলোঝড়, মুম্বইতে মরশুমের প্রথম বৃষ্টিতে ব্যাহত বিমান পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর