এই মুহূর্তে

গায়ক প্রশান্ত তামাং এর মৃত্যু নিয়ে মুখ খুললেন তার স্ত্রী গীতা, কী বললেন?

নিজস্ব প্রতিনিধি: জুবিন গার্গ মালয়েশিয়ার সংগীতানুষ্ঠানে যোগ দিতে গিয়ে মার যান। ঠিক একইভাবে অরুণাচল প্রদেশে গানের অনুষ্ঠানের পর চিরনিদ্রায় চলে গেলেন আরেক প্রখ্যাত গায়ক প্রশান্ত তামাং(Prasanta Tamang)। এদিকে স্বামীর মৃত্যু শোকে পাথর তার স্ত্রী গীতা থাপা(Gita Thapa)। প্রকাশ্যে তাঁর মন্তব্য, ‘আমার স্বামীর মৃত্যু স্বাভাবিক হয়েছে ঘুমের মধ্যেই চলে গিয়েছেন প্রশান্ত সেই সময় আমি তার পাশে ছিলাম।’মাত্র ৪৩ বছর বয়সে চির বিদায় নিলেন প্রখ্যাত গায়ক ও অভিনেতা প্রশান্ত। যখন বাণী দিয়েছে তখন তো অবশ্যই নেপালি গায়কের এইভাবে মৃত্যু এবং তার অন্তিম যাত্রায় তার ভক্তদের মনে বার বার স্মৃতিতে এনে দিয়েছে। 

অসমীয় গায়ক জুবিনের চলে যাওয়ার ঘটনা। সকলের মুখে একটাই আলোচনা দুই গায়কেরই মৃত্যু হল ভিন শহরে। আর দুজনেই নিজের শহরে ফিরলেন কফিন বন্দি হয়ে। রবিবার প্রশান্তের মৃত্যু হয়। সোমবার বিমানে তার দেহ পৌঁছয় এসে বাগডোগরা বিমানবন্দরে সেখান থেকে প্রশান্ত মরদেহ নিয়ে শুরু হয় মিছিল দার্জিলিংয়ের পথে পাহাড়ি রাস্তায় দু’পাশে ছিল তার অনুগামীদের উপচে পড়া ভিড় এলাকা হাতে অনুরাগীদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায় দিন।

শেষ পর্যন্ত স্বামীর দেহ আগলে ছিলেন বিমান সেবিকা স্ত্রী গীতা। মায়ের পাশের ছলচলো চোখে বসেছিল ৪ বছরের বৃত্তিহারা একরতি কন্যা আরিয়াহ। শেষকৃত্যের আগেই প্রশান্তের মরদেহ রাখা হয়েছিল অনুগামীদের শেষ শ্রদ্ধার জন্য। সেখানে পৌঁছে শেষ শ্রদ্ধা জানান দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা(MP Raju Bistha) এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এর প্রধান অনিত থাপা।গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে অনুগামীদের উপচে পড়া ভিড় ছিল এদিন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌আমি ধর্ষক নই’‌, মহাকুম্ভ খ্যাত হর্ষা আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা করলেন, কেন?

প্রচারে যাওয়ার পথে বাধা, আমেদাবাদে নামতে পারল না ইমরানের বিমান, কী হয়েছে?

টাইগার শ্রফ অতীত! পঞ্জাবি গায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন দিশা, প্রেমিক কেন মুখ দেখান না?

‘‌তামিল সংস্কৃতির উপর আক্রমণ করা হচ্ছে’‌, বিজয়ের ছবি মুক্তির দেরি নিয়ে মোদিকে তোপ রাহুলের

পূর্ণতা পাচ্ছে ‘অসমবয়সী’ প্রেম, ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধছেন রণজয়-শ্যামৌপ্তি

যশের সঙ্গে উদ্দাম যৌনলীলা, বিতর্কের মুখে পড়ে ইনস্টাগ্রাম প্রোফাইল মুছলেন ‘টক্সিক’ বিদেশিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ