এই মুহূর্তে




৪ বছর ভাইহারা, রাখিবন্ধনে আবেগপ্রবণ সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং

নিজস্ব প্রতিনিধি: আজ রাখিবন্ধন। গোটা দেশজুড়ে পালিত হচ্ছে রাখি উৎসব। এই উৎসব ভাইদের, এই উৎসব বোনেদের। ভাই-বোনের মঙ্গল কামনার আরেক নাম রাখি উৎসব। এমনকী যাদবের ভাই নেই, বোন নেই তাঁরাও কর্মস্থল হোক বা স্কুল-কলেজ রাখি উৎসব পালন করেই থাকেন। কিন্তু যারা অকালেই ভাইবোনকে হারিয়েছেন। তাঁদের কষ্টের বোধহয় ভাগ হয়না। তেমনি শ্বেতা সিং কীর্তি, ২০২০ সালে ঘোর করোনা মহামারির সময়ে ভাইকে হারিয়েছেন। একমাত্র রাজপুত্র ভাই ছিল তাঁর, যিনি শুধু তাঁর পরিবারেরই রত্ন ছিলেন না, গোটা দেশের রত্ন ছিলেন। হ্যাঁ, অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।

সেই সময়ে তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছিল গোটা দেশ। কিন্তু অভিনেতা আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে মেরে ফেলা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। সে যাই হোক, সুশান্ত মৃত্যুর ৪ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু বাবা-মা-দিদি, সবার কাছে তিনি আজও বসবাস করছেন। তাই রাখিবন্ধনের দিনে স্বাভাবিকভাবেই ভাইয়ের স্মৃতিতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন শ্বেতা সিং কীর্তি। তিনি একটি হৃদয়গ্রাহী নোট লিখেছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়ে, শ্বেতা সুশান্তের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন যে, “আমার প্রিয় ভাইকে শুভ রক্ষানন্দন, আশা করি তুমি সর্বদা ঈশ্বরের সান্নিধ্যে সুখী এবং সুরক্ষিত থাকবেন।”

 

সুশান্ত সিং রাজপুতের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে, শ্বেতা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি আবেগপূর্ণ নোট শেয়ার করে তাঁর প্রয়াত ভাইয়ের ন্যায়বিচারের দাবি করেন। কারণ তার মৃত্যুর তদন্ত এখনও কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দ্বারা চলছে। একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময়, শ্বেতা বলেছিলেন যে, ‘আমার অনেক আশা আছে। এজন্য আমরা জড়ো হয়েছি যাতে আমরা বিচার দাবি করতে পারি। আমাদের সরকার ও বিচার ব্যবস্থায় আমার পূর্ণ আস্থা আছে। এবং আমি একটি অনুভূতি আছে যে আমরা কি ঘটেছে তা জানতে হবে। সত্যই, এবং অনেক প্রশ্ন আছে। ১৩ তারিখ পর্যন্ত তিনি ভাল ছিলেন। যাইহোক, তিনি একটু ভয় পেয়েছিলেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৫৩ তম সেঞ্চুরি করে নজির গড়লেন বিরাট, স্বামীর সাফল্যে উচ্ছ্বসিত অনুষ্কা

‘কান্তারা’র দৈব্যকে নিয়ে মজা করতে গিয়ে বিপাকে রণবীর সিংহ, ফের দায়ের মামলা

‘রোম্যান্টিক মানুষ বলেই আমি আজও অবিবাহিত’, বিয়ে নিয়ে অকপট অম্বরীশ

‘কত টাকা চাই তোর’, হরিদ্বারে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন গোপনে রেকর্ডিং, দেখেই ফুঁসে উঠলেন সানি

বিয়ের বিতর্কের মাঝে মুখ ঢেকে বৃন্দাবনে পলাশ, কার শরণাপন্ন হলেন স্মৃতির বাগদত্তা?

অসুস্থ শ্বশুর, লন্ডনে যাওয়ার অনুমতি চেয়ে ফের বোম্বে হাইকোর্টে রাজ-শিল্পা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ