এই মুহূর্তে




মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে গেলেন ঋতাভরী




নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর-কাণ্ডে উত্তাল দেশ। তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রীতিমতো তেঁতে উঠেছে তিলোত্তমা। গত ৯ অগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে গর্জে উঠেছেন সাধারণ মানুষ থেকে তারকা সকলেই। তবে ১ মাস পেরিয়ে গেলেও এখনও বিচার পায়নি অভয়া। সুপ্রিমকোর্টে আরজি কর-কাণ্ডের পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। CBI-এর থেকে একাধিক প্রশ্নের জবাব চেয়েছে সুপ্রিমকোর্ট। যাই হোক, আরজি কর-কাণ্ডের এই মর্মে বাংলা ইন্ডাস্ট্রিতে ও যৌন হেনস্থার অভিযোগ। ইতিমধ্যেই শ্লীলতাহানির অভিযোগে FIR দায়ের হয়েছে পরিচালক অরিন্দম শীলের উপরে। এছাড়াও দিন কয়েক আগে বাংলা ইন্ডাস্ট্রিতে যৌন নির্যাতনের কথা সামনে এনেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এবং তিনি এই বিষয়ে অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন। অবশেষে মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে যাবেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে আলোচনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নবান্নে গেলেন অভিনেত্রী। টলিপাড়ায় একের পর এক নারী অভিনেত্রীদের সঙ্গে নির্যাতনের অভিযোগ তিনিই সামনে এনেছিলেন। এমনকী নতুন অভিনেত্রীদের সঙ্গে যৌন হেনস্থা নিয়েও গর্জে উঠ ছিলেন অভিনেত্রী। সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট করে ঋতাভরী জানিয়েছিলেন, অতীতে তিনি একাধিকবার টলিপাড়ায় যৌন হেনস্থার শিকার হয়েছেন। আর এই কারণে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবেন, এবং তাঁকে বাংলা চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা রুখতে পদক্ষেপ করার অনুরোধ করবেন। এরপরেই মঙ্গলবার নবান্ন সূত্রের খবর, হেমা কমিশনের আদলে এ রাজ্যে নারী সুরক্ষার জন্য একটি বিশেষ কমিটি গঠন করতে ইচ্ছুক মুখ্যমন্ত্রী। আর টলিপাড়ায় মহিলা শিল্পীদের বর্তমান পরিস্থিতি এবং সুরক্ষা-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন ঋতাভরী। এমনকী বাংলা ইন্ডাস্ট্রির দুই প্রথম সারির প্রযোজকের বিরুদ্ধেও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারেন ঋতাভরী।

সম্প্রতি, হেমা কমিটি গঠনের পর মালয়ালম ইন্ডাস্ট্রিতে একের পর এক নারীনিগ্রহের খবর প্রকাশ্যে আসে। সেই প্রসঙ্গ নিয়েই ঋতাভরী ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘‘মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না? একই ধরনের ঘটনা তাঁর সঙ্গেও ঘটেছে। কয়েক জন টলিপাড়ার অভিনেত্রীর সঙ্গেও এমনটা ঘটেছে। তাই মুখ্যমন্ত্রীকে আলাদাভাবে তিনি অনুরোধ করবেন যে, বাংলা ইন্ডাস্ট্রিতেও তদন্তের প্রয়োজন রয়েছে। অভিনেত্রী বলে, পুরুষদজর যৌনতৃষ্ণা মেটানোর মাধ্যম কেউ হতে পারেনা। আর অভিনেত্রীর এই পোস্ট ভাইরাল হতেই মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছেন ঋতাভরীকে। নবান্ন সূত্রের খবর, সকাল থেকে ঋতাভরীর আসার খবর ছিল আধিকারিকদের কাছে। বিকেল ৫ টা নাগাদ মন্ত্রিসভার বৈঠক শেষ করে অভিনেত্রীর জন্যই অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পুজোর মণ্ডপে জুতো পরে ঘুরে বেড়াচ্ছে অতিথিরা, দেখামাত্রই ধমক কাজলের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

কোনও খবর না দিয়েই বিমান ছাড়তে ৪ ঘন্টা দেরি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ শ্রুতির

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর