28ºc, Haze
Friday, 24th March, 2023 8:53 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এককালে দুজনের জুটি বেশ পছন্দের ছিল দর্শকের। একসঙ্গে অনেকগুলো সিনেমাও উপহার দিয়েছেন তাঁরা। এপার-ওপার দুই বাংলাতেই সমান জনপ্রিয় তাঁরা। কলকাতার অভিনেত্রী হলেও তাঁদের দারুণ বন্ডিং। যেটি এই বয়সে এসেও একইরকম রয়েছে। হ্যাঁ, কথা হচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের সুপারস্টার ফেরদৌসকে নিয়ে। এককালে দুজন জুটি বেঁধে একাধিক সিনেমা উপহার দিয়েছে। যে কর ক্ষেত্রে সফল। সম্প্রতি ঢাকায় গেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং সেখানে গিয়ে পুরোনো বন্ধু অর্থাৎ ফেরদৌসের ডিওএইচএসের বাড়িতে উঠলেন। সেখানে একদিনের অতিথি ছিলেন অভিনেত্রী। হঠাৎই ঢাকায় আশার কারণ, নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর পূর্তি অনুষ্ঠান।
সেখানেই বিশেষ অতিথি ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানের পর সেখান থেকেই ফেরদৌসের সঙ্গে তাঁর বাড়িতে গেলেন অভিনেত্রী। ফেরদৌসের কথায়, অনেক দিন পর ঋতু ঢাকায় আসছে, তাই বাইরে কোথাও নয়। এক দিনের জন্য তাঁর বাড়ির অতিথি হিসেবে আমন্ত্রন জানালে। সঙ্গে দুই বন্ধুর বহুদিন পর আড্ডাও জমে উঠল। ভারতীয় পরিচালক বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ দিয়ে চলচ্চিত্রের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে ফেরদৌসের। এরপর ঢাকা ও কলকাতায় সমানতালে কাজ করেন তিনি।
কাজের সূত্রে ঋতুপর্ণার সঙ্গে চমৎকার বন্ধুত্ব তৈরি হয়। ফেরদৌস ও ঋতুপর্ণা প্রথম অভিনয় করেন ‘ওস্তাদ’ নামের একটি টলিউড চলচ্চিত্রে। এরপর তাঁরা জুটি বেঁধে কলকাতায় প্রায় ৩০টি সিনেমা করেন। প্রসেনজিতের পর ফেরদৌসের সঙ্গে তিনি সর্বোচ্চ জুটি বাঁধেন। ‘ওস্তাদ’ ছাড়া ফেরদৌস–ঋতুপর্ণা জুটির অন্যতম ছবিগুলি হল, ‘আমাদের সংসার’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘অকৃতজ্ঞ’, ‘সাগর কিনারে’, ‘ভালো মেয়ে মন্দ মেয়ে’, ‘ঝরা হাওয়া’, ‘আকর্ষণ’, ‘বউমা জিন্দাবাদ’, ‘প্রতিহিংসা’, ‘ক্যামব্যাক’, ‘খাঁচা’, ‘ফুল আর পাথর’, ‘জনম জনমের সাথী’ ও ‘আরও একবার’। এছাড়াও ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ চলচ্চিত্রেও অভিনয় করেন ঋতুপর্ণা। এ মূহূর্তে বাংলাদেশের আরও দুটি চলচ্চিত্রে অভিনয় করছেন তাঁরা, একটি ‘জ্যাম’, অন্যটি ‘গাংচিল’।