-273ºc,
Friday, 9th June, 2023 2:41 am
নিজস্ব প্রতিনিধি: ঢালিউড সুপারস্টার শাকিব খান। যাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই, বলা চলে, বিতর্কের এপিঠ- ওপিঠ শাকিব খান। কখনও ব্যক্তিগত জীবন আবার কখনও পেশাগত জীবন, তাঁকে নিয়ে জল্পনা সর্বদা তুঙ্গে। তবে ব্যক্তিগত কারণেই বেশি চর্চায় থাকেন নায়ক। বর্তমানে তাঁর দুই ছেলে, আর দুই স্ত্রী, তবে অপুর সঙ্গে শাকিবের পাকাপাকি বিচ্ছেদ হলেও দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী এখনও তাঁর আইনত স্ত্রী। দিন কয়েক আগেই শাকিব প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, তিনি বুবলীর সঙ্গে অফস্ক্রীন-অফস্ক্রীন সব সম্পর্কই ত্যাগ করছেন। আর তাঁদের কোথাও একসঙ্গে দেখা যাবেনা। শাকিবের সঙ্গে বুবলীর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে ২০২২ সালে। সন্তানের ছবি প্রকাশ্যে এনে শাকিবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা সামনে আনেন বুবলী। যা শুনে সেই সময় রীতিমতো হৈচৈ পড়ে যায়। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের ১৯৪ দিনের পর বুবলীর সঙ্গে আইনত বিয়ে হয় শাকিবের।
তাঁদের একটি ছেলে আছে, ওদিকে অপুর কাছেই শাকিবের বড় ছেলে বড় হচ্ছে। তবে কারুর সঙ্গেই সম্পর্ক রাখতে চান না শাকিব। তাই বুবলীর সঙ্গেও সম্পর্ক শেষ করছেন শাকিব। এদিকে বুবলীর প্রতিক্রিয়া, শাকিবের সঙ্গে তাঁর আইনত বিচ্ছেদ হয়নি, তাই শাকিবের সিদ্ধান্ত অযৌক্তিক। এদিকে প্রাক্তন স্বামী শাকিবের প্রসঙ্গে বাংলাদেশের অন্যতম নায়িকা অপু বিশ্বাস কি বলছেন? সম্প্রতি বাংলাদেশের একটি সাংবাদিক সাক্ষাৎকারে অপু বলেছেন, ‘সবকিছুর বাইরে আমার সন্তানের বাবা তিনি (শাকিব)। যাই কিছু হোক না কেন, আমি তার কোনো ক্ষতি চাইব না। তার নতুন সিনেমার জন্যও শুভ কামনা রইল।’ অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও বুবলীর সঙ্গে সম্পর্কে বাঁধেন শাকিব। তাদের কোলজুড়ে আসে সন্তানও। কিন্তু শাকিব গণমাধ্যমে একাধিকবার বলেছেন- বুবলীর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। কিন্তু বুবলী সব সময় বলে আসছেন- শাকিব এখনও তাঁর স্বামী।
এই নিয়ে ধোঁয়াশা চলছেই ভক্তদের মধ্যে। সম্প্রতি শাকিব গণমাধ্যমে শাকিব বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করার পাশাপাশি বুবলীর বিরুদ্ধে গুরুতর কয়েকটি অভিযোগ তোলেন। পাল্টা জবাবও দিয়েছেন বুবলী। আর শাকিব-বুবলীর এই দ্বন্দ্বের মধ্যে শাকিবের সাবেক স্ত্রী অপু বারবার জড়িয়ে পড়ছেন। তবে অপু বরাবরই বলে এসেছেন, ছেলে আব্রাহাম খান জয়ের বাবা এবং সাবেক স্বামী শাকিবের মঙ্গল কামনা করবেন তিনি চিরকাল। অপু ওই শোয়ে আরো বলেন, ‘একজন শিল্পী যখন আরেকজন শিল্পীর ক্যারিয়ার ধ্বংসের জন্য উঠেপড়ে লাগে তখন ঢালিউড শিল্পীদের প্রেক্ষাপটের বিষয়টি আরও সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। যারা আমাদের গড়েছেন তাঁরাই আবার ক্যারিয়ার নষ্ট করেছেন।’