এই মুহূর্তে




‘শাহরুখ অভিনয় জানে না, দেখতেও খারাপ’, পাকিস্তানি অভিনেত্রীর মন্তব্যে তোলপাড় নেটপাড়া

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের হৃদয়ে যুগ যুগ ধরে রাজত্ব করে চলেছেন কিং খান। যার অভিনয়, ব্যক্তিত্ব সবটাই ভক্তদের হৃদয় দখল করে রাখে সবসময়। দীর্ঘকাল ধরে তাঁর ছবি আসার অপেক্ষায় থাকেন ভক্তরা। চারবছর পর চলতি বছরের শুরুতেই ‘পাঠান’-এর মাধ্যমে গ্র্যান্ড এন্ট্রি হয়েছে শাহরুখ খানের। দেশ তো বটেই বিশ্বজুড়ে পাঠান একেবারে দাপিয়ে বেড়িয়েছে, তবে পাঠান নিয়ে একাধিক বিতর্ক ডানা মেললেও কোনও কিছুই ছবির ক্ষতি করতে পারেনি। প্রায় ১০০০ কোটির উপর ব্যবসা করেছে এই ছবি। হিট হওয়ার জন্যে যেন একটা নামই কাফি, শাহরুখ খান। যিনি প্রতি মুহূর্তে ভক্তদের বাদশা। এখন শাহরুখ খানের পরবর্তী ছবি ‘জওয়ান’-আসার অপেক্ষায় ভক্তরা। ইতিমধ্যেই জওয়ানের শাহরুখ এবং অভিনেত্রী নয়নতারার লুক প্রকাশ্যে এসে গিয়েছে। এবার পালা ছবির টিজার এবং ট্রেলার মুক্তির, আগামী ৭ সেপ্টেম্বর গোটা বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে জওয়ান।

যাই হোক, এর মধ্যেই শাহরুখ খানকে নিয়ে একটি বেফাঁস মন্তব্য করে বসলেন পাকিস্তানি অভিনেত্রী মাহনূর বালুচ। পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা দীর্ঘ দিনের। তবে বিনোদন মহল একাধিকবার দুই দেশের মিল করাতে চাইলেও তা হওয়ার নয়। মাঝে মধ্যেই পাকিস্তানি তারকারা ভারতীয় তারকাদের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে বসেন। কিন্তু পাকিস্তানের একাধিক তারকা বলিউডের সঙ্গে সংযুক্ত। তবুও যেন মিত্রতা দুই দেশের! সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী মাহনূর বেলুচ শাহরুখ খান ঠুকে বলেন, তিনি নাকি অভিনয়ই জানেন না, এবং দেখতেও হ্যান্ডসাম নন। অভিনেত্রীর এই কথা শুনে একেবারে চটে লাল শাহরুখ খানের ভক্তরা। মাহনূর বেলুচের কথায়, শাহরুখ ‘একজন মহান ব্যবসায়ী’ এবং তিনি জানেন ‘কীভাবে নিজেকে বাজারজাত করতে হয়’। তিনি একেবারেই অভিনয় জানেন না’। শাহরুখ খানের ব্যক্তিত্ব নিয়ে মাহনূর বলেন, “শাহরুখ খানের খুব ভালো ব্যক্তিত্ব আছে, কিন্তু আপনি যদি তাকে সৌন্দর্যের মাপকাঠি অনুযায়ী বিচার করেন, তাহলে তিনি সুদর্শনের আওতায় আসবে না। তাঁর ব্যক্তিত্ব এবং আভা তাঁকে শক্তিশালী করে তুলেছে।

মাহনূর টক শোতে আরও বলেন, “শাহরুখ খান সম্পর্কে আমার মতামত যে তিনি অভিনয় জানেন না। তিনি একজন মহান ব্যবসায়ী, তিনি জানেন কিভাবে নিজেকে বাজারজাত করতে হয়। হয়তো, তার ভক্ত এবং লোকেরা আমার সঙ্গে একমত হবে না, কিন্তু আমি সঠিক। তাঁর থেকেও অনেক ভালো অভিনেতা আছেন, যারা সফল নন।” মাহনূরের এই কথার ভিডিওটি ভাইরাল হতেই একজন লিখেছেন, “বাজে কথা বলছেন আপনি, এসআরকে (শাহরুখ খান) একজন গুণী অভিনেতা এবং একজন কিংবদন্তি।” এক ব্যক্তি আরও বলেছেন, “মাহনূর অবশ্যই ভুল। তিনি (শাহরুখ খান) অভিব্যক্তির রাজা।” অন্য একজন মন্তব্য করেছেন, “আবর্জনা?” আরও একজন লিখেছেন, “আপনি এবং আপনার মতামত কোন ব্যাপার না।” একজন ভক্তও মন্তব্য করেছেন, “আমার মনে হয়, তিনি শাহরুখকে উল্লেখ করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছেন।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী মান্যা আনন্দ

”এই জন্ম থেকে…”, জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ