এই মুহূর্তে

SIR শুনানিতে এবার ডাক পেলেন সাংসদ-অভিনেতা দেবও, সঙ্গে আর কাদের তলব?

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ছাড়ছেন ঘাটালের তিনবারের সাংসদ তথা সুপারস্টার দেব, বহুদিন ধরেই এমন গুঞ্জন রয়েছে অভিনেতা দীপক অধিকারীকে নিয়ে। বিজেপি ঘেঁষা অভিনেতাদের নিয়ে তাঁর ছবিতে করা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা ইভেন্টে তাঁকে দেখতে না পাওয়া, এ সবকিছু তাঁর তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়েছিল। শুধু তাই নয়, টলিউড তারকাদের নিয়ে নানা বিকৃত ছবি, অনলাইনে হুমকি দেওয়া, এ নিয়েও বারবার দেবের নাম উঠে আসছিল। কিন্তু কোনও বিতর্ককে পাত্তা না দিয়ে সবসময়ে কুল মেজাজে থাকেন দেব। কিন্তু এবার পরিবার নিয়ে বিপাকে পড়লেন দেব। বর্তমানে রাজ্যজুড়ে SIR আতঙ্ক। এই নিয়ে প্রতিবাদেও সরব রাজ্যের শাসকদল।এনার্মুলেশন ফর্ম বিলি শেষে খসড়া তালিকা ঘোষিত হয়েছে। ২০০২ তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের নাম ওঠেনি খসড়া তালিকায়। যার ফলে শুনানিতে ডাক পেয়েছেন তাঁরা। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন দেবও। সঙ্গে তাঁর পরিবারের তিনজনকেও নোটিস ধরানো হয়েছে বলে খবর। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস।

তাঁদের শুনানিকেন্দ্রে হাজির হয়ে নথিপত্র দেখাতে হবে, কিন্তু কবে, তা জানানো হয়নি। তবে SIR শুনানির ডাক পাওয়া নিয়ে দেব এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু দেবকে শুনানিতে ডাকা নিয়ে তৃণমূলের অভিযোগ, একজন ব্যস্ত অভিনেতা এবং জনপ্রতি নিধিকে এভাবে নোটিস পাঠানোল অর্থ হেনস্তা করা বোঝায়। সূত্রের খবর, দেবের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরে ঘাটালে। সেখানেই তাঁর জন্ম। পরবর্তীতে বাবার কর্মসূত্রে মুম্বইতে চলে যান দেব এবং তাঁর পরিবার। বহু বছর পর অভিনয়সূত্রে কলকাতায় আসা তাঁর। এবং পাকাপাকিভাবে এখানেই পরিবার নিয়ে থাকতে শুরু করেন তিনি।

বর্তমানে দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসন তাঁর স্থায়ী ঠিকানা। পাশাপাশি তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জন্মস্থান ঘাটালের তিনবার সাংসদ হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের সাংসদ এলাকার মানুষদেরও নিয়মিত খেয়াল রাখেন তিনি। তাই এরকম একজন ব্যক্তিত্বকে এখন নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে বলছে নির্বাচন কমিশন। সঙ্গে তাঁর পরিবারের তিনজনকেও শুনানিতে ডাকা হয়েছে। এটি নিছক হেনস্থা ছাড়া আর কিছুই না বলে অভিযোগ শাসক শিবিরের। এর আগে শুনানির নোটিস পাঠানো হয়েছে জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও। তিনিও পশ্চিম মেদিনীপুরের আদি বাসিন্দা। পরে কর্মসূত্রে সপরিবারে চলে আসেন কলকাতায়। অনির্বাণের বিরুদ্ধে অভিযোগ, এনুমারেশন ফর্ম ফিলআপের সময়ে ২০০২ সালের কোনও নথি দেননি তিনি। তাই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। অন্যদিকে, তারকা দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারকেও এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছে বলে খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বাংলায় মৃত্যু বিএলও-র, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার

সামনেই মাধ্যমিক, শুটিংয়ের ফাঁকে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পর্দার কুসুম, লাজবন্তী?

একাধিক জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, আর কতটা নামবে তাপমাত্রা?

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

ঝাড়গ্রামের জামবনিতে ফিল্মি কায়দায় জঙ্গলের রাস্তায় ৩ লক্ষ টাকার লুট দুষ্কৃতীদের

বারাসত উড়ালপুলের নিচে ফেন্সিংয়ের কাজে পুরসভাকে বাধা দিল হকাররা, অফিসারকে ঘিরে বিক্ষোভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ