এই মুহূর্তে




বিয়ের ১ বছরের মধ্যে মা হতে চলেছেন সোনাক্ষী, গর্ভবতী প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?




নিজস্ব প্রতিনিধি: বিয়ের পর থেকেই সোনাক্ষী সিনহার প্রেগন্যান্সি নিয়ে ক্রমাগত গুঞ্জন চলছেই। যদিও সেলিব্রিটিদের গর্ভবতী নিয়ে মাঝে মধ্যেই নানারকম গুঞ্জন চলে। তাঁদের পেটে একটু বাড়তি চর্বি জমলে শুরু হয় মাতৃত্বের জল্পনা, আবার একটু ঢিলেঢালা পোশাকে সাজলেই গুঞ্জন ওঠে তিনি মা হতে চলেছেন। এর আগে, কাজল, রানি মুখোপাধ্যায়ের মতো বড় তারকারাও এমন গুঞ্জনের সম্মুখীন হয়েছিলেন। দিন কয়েক আগেই বিয়ের এক বছর পূর্ণ করলেন সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল। গতবছর ২৩ জুন বিশেষ ম্যারেজ অ্যাক্টে বিবাহ করেন সোনাক্ষী।কেননা অভিনেত্রী হিন্দু এবং তাঁর স্বামী মুসলিম। এ নিয়েও কম বিতর্ক ওঠেনি।

যাই হোক, বিয়ের পর থেকেই সোনাক্ষীর প্রেগন্যান্সির গুঞ্জন উঠছে। এবার সব জল্পনার অবসান ঘটালেন সোনাক্ষী নিজেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অভিনেত্রী তাঁর স্পষ্ট দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমি এই গোলমাল বন্ধ করার একটি রাস্তা খুঁজে পেয়েছি। জাহিরের সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাদের ডেটিং নিয়ে গুঞ্জন চলেছে। এখন যেহেতু আমি বিবাহিত, তাই এখন আমার গর্ভাবস্থার কথা বলা হচ্ছে। সবাই আমাকে বাচ্চা সম্পর্কে নানা কথা বলে। যখন আমি কাজে থাকি না, তখন আমি পর্দার বাইরে খুব শান্তিতে সুখী জীবন যাপন করি। আর যখন আমি কর্মক্ষেত্রে এমন ধরনের পরিস্থিতির মুখোমুখি হই, তখন আমি খুব ভালভাবে বিষয়টি সামলাতে পারি। বিয়ের আগে জাহিরের সঙ্গে আমার ৭ বছর প্রেম ছিল। সে আমাকে সবসময় বলে, তুমি যাই করো না কেন, মানুষ যা বলতে চায় বলবেই। তুমি সাদা পোশাক পরলেও মানুষ বলবে তুমি কালো পোশাক পরেছো। তোমার দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ জানানোর মানুষের অভাব নেই। তাই তোমাকে সবকিছু ভুলে জীবনে এগিয়ে যেতে হবে।’

কাজের ক্ষেত্রে অভিনেত্রীকে শীঘ্রই নিকিতা রায় সিনেমায় দেখা যাবে। যেটি পরিচালনা করেছেন অভিনেত্রীর ভাই কুশ সিনহা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

বলিউডে শোকের ছায়া, প্রয়াত অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ