এই মুহূর্তে




অজান্তেই অন্তঃসত্ত্বা অবস্থায় বিখ্যাত গানের শুটিং করেছিলেন সোনালি বেন্দ্রে




নিজস্ব প্রতিনিধি: তারকাদের জীবনের অজানা কথা সর্বদা শুনতে চান ভক্তরা। বিশেষ করে, তাঁদের শুটিংয়ের দিনগুলির কথা জানতে চান অনুরাগীরা। সেক্ষেত্রে তারকারাও নিরাশ করেন না। আমরা ক্যামেরার সামনে যা দেখি, তা তৈরি করতে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে হয় তারকাদের। সে বিষয়গুলি সময়ের আড়ালে ঢাকা পড়ে যায়। ইচ্ছে হলে বহুবছর পর তারকারাই তা জানান দেন। আসলে অভিনয় জগতে অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। নানারকম বিষয়ে তাঁদের সংগ্রাম করতে হয়। যেমন অভিযাত্রী সোনালি বেন্দ্রে। একসময় পুরুষদের ‘Dream Girl’ ছিলেন তিনি। নব্বই দশকের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন তিনি।

মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তাঁর জীবন বদলে যায়। যদিও এখন তিনি সম্পূর্ণ সুস্থ। সম্প্রতি অভিনেত্রী নিজের জীবনের একটি অজানা তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন। জানালেন ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত “আগা বাই আরেচা” ছবিতে মারাঠি নৃত্যসংগীত “ছম ছম করতা”-এর শুটিংয়ের সময় গর্ভবতী ছিলেন তিনি। কিন্তু গর্ভাবস্থার কথা ঘুনাক্ষরেও জানতেন না তিনি। সম্প্রতি কোরিওগ্রাফার-চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানের সঙ্গে কথোপকথনের একটি সিরিজে সোনালি এই বিষয়টি প্রকাশ করেছেন। যিনি তাঁর বাড়িতে সুস্বাদু কাশ্মীরি গুচ্চি পোলাও সহ একটি খাবার রান্না করতে এসেছিলেন। কথোপকথনের সময় ফারাহ বললেন, “সোনালি, আমরা একসঙ্গে অনেকগুলি গানের শুটিং করেছি। আঁখোঁ মে বাসে হো তুম শুটিং করেছি। ডুপ্লিকেটের শুটিং করেছি। একটি বিখ্যাত মারাঠি গান ‘ছম ছম করতে হ্যায়” এর শুটিং করেছি।”

তখনই সোনালি জানান যে, “আমরা যখন ওই গানের শুটিং করছিলাম তখন আমি জানতাম না যে আমি গর্ভবতী। গর্ভবতী অবস্থাতেই আমি পুরো নাচটির শুটিং শেষ করেছিলাম। সবটাই আমার অজান্তে হয়েছিল। পরে আমি জানতে পারি যে আমি গর্ভবতী।” ২০০২ নভেম্বরে মুম্বাইয়ে চলচ্চিত্র নির্মাতা গোল্ডি বহেলকে বিয়ে করেন সোনালী। তাদের এক ছেলে রয়েছে, যার জন্ম হয় ২০০৫ সালে। এরপর সোনালি ফারাহর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, “ফারাহর সঙ্গে কাজ করতে আমার কোনও চাপ ছিল না। আমি জানতাম সে আমাকে বকাঝকা করবে। কিন্তু পরে সবটা ঠিক হয়ে যেত। আমরা খুব মজা করে কাজ করেছি।” সোনালী একজন মডেল হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন। এবং ১৯৯৪ সালে আগ সিনেমার মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে। বেশ কয়েকটি বক্স অফিস ব্যর্থতার পর, ১৯৯৬ সালে রোমান্টিক অ্যাকশন ছবি দিলজালে সিনেমার মাধ্যমে তিনি তার কেরিয়ারের সাফল্য অর্জন করেন। তিনি ডুপ্লিকেট, মেজর সাব, জাখম, সরফরোশ, কধলার ধিনম এবং হাম সাথ সাথ হ্যায় সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করে আরও সাফল্য অর্জন করেন। পরের দশকে, রোমান্টিক নাটক “হামারা দিল আপকে পাস হ্যায়”-তে তার অভিনয় তাকে ব্যাপক প্রশংসা এনে দেয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৫৪ বছর বয়সেই সব শেষ, চিরঘুমে ‘সন অফ সর্দার’ খ্যাত মুকুল দেব, শোকস্তব্ধ বলিউড

ম্যাচ চলাকালীন বিরাটের হেলমেটে লাগল বল, আঁতকে উঠলেন অনুষ্কা

‘পরিচালক হিসেবে আমাকে পছন্দ নয় অনেকের’, এখনও পথে খাবার বেচছেন অয়ন

অক্ষম গাড়ির চালক, বড়সড় বিপদ থেকে বাঁচলেন জেনেলিয়া

ইতিহাসে প্রথম, সাড়ে পাঁচ মাসের দীর্ঘ হতে চলেছে বিগবসের ১৯ তম সিজন

একবার রেস্তোরাঁ ব্যবসার সুযোগ পেয়েও ‘না’ বলেছিলেন শাহিদ-পত্নী, কিন্তু কেন?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ