এই মুহূর্তে




ম্যাচ চলাকালীন বিরাটের হেলমেটে লাগল বল, আঁতকে উঠলেন অনুষ্কা




নিজস্ব প্রতিনিধি: ম্যাচ চলাকালীন বিরাটের হেলমেটে লাগল বল, আঁতকে উঠলেন অনুষ্কা। ক্যামেরায় ধরা পড়ল অভিনেত্রীর প্রতিক্রিয়া। ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির যেকোনও গুরুত্বপূর্ণ ম্যাচের সময় মাঠে উপস্থিত থাকার চেষ্টা করেন অনুষ্কা শর্মা। ভক্তদের চোখও খোঁজে সবসময় রাজার রানিকে। যেকোনও পরিস্থিতিতেই স্বামীর ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন অনুষ্কা শর্মা। বিরাট খারাপ পারফরম্যান্স করলেও কটাক্ষ শোনেন। আবার ভাল পারফরম্যান্স করলেও ট্রোলার দের উপযুক্ত জবাব দেন অনুষ্কা। দিন কয়েক আগেই বিরাটের টেস্ট অবসরে সহমত পোষণ করেছিলেন অনুষ্কা। জানিয়েছিলেন, সকলে বিরাটের মাইলফলক অর্জনের প্রশংসা করলেও তিনি জানেন যে তাঁর বুকে কতটা যন্ত্রণা রয়েছে।

এছাড়াও বিরাটও সবসময় তাঁর স্ত্রীকে চোখে হারান। কোনও ম্যাচে অনুষ্কা অনুপস্থিত থাকলেও ম্যাচের শেষে স্ত্রীকে সবার আগে ভিডিও কলিং করেন বিরাট। বা স্ত্রী মাঠে উপস্থিত থাকলে তাঁকে ফ্লাইং-কিস ছোঁড়েন। সবটাই ভক্তমহলের কাছে আকর্ষণীয়। গতকাল লখনউতে অনুষ্ঠিত আইপিএল ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে মুখোমুখি হয়েছিল বিরাটের দল অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের সময় মাঠে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা। তাই ম্যাচ চলাকালীন এমন অনেক মূহুর্ত ক্যাপচার করা হয়েছিল, যা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু ম্যাচের সময় বিরাটের হেলমেটে বল লেগে যাওয়ার মূহুর্তটি এক মুহূর্তে সকলের নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল। বিরাটের মাথায় বল লেগে যাওয়ার ঘটনায় বেশ বিরক্ত হয়েছেন অনুষ্কাও।

 

তিনি রীতিমতো আঁতকে উঠেছিলেন। অনুষ্কার সেই মুহুর্তটি ক্যামেরার লেন্সে ধরা পড়েছে। অনুষ্কার প্রতিক্রিয়া দেখে স্পষ্ট ছিল যে, বলটি যখন বিরাটের হেলমেটে গিয়ে লাগলো তখন তিনি স্বামীকে নিয়ে কতটা চিন্তিত হয়ে পড়েছিলেন। অনুষ্কার প্রতিক্রিয়ার ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্তরা বিরাট-অনুষ্কার একে অপরের প্রতি নিবীড় ভালোবাসা, পরস্পরকে নিয়ে উদ্বেগ, এবং একে অপরের প্রতি যত্নশীল স্বভাবের প্রশংসা করেছেন। অনুষ্কা শর্মা তাঁর স্বামী বিরাট কোহলির সবচেয়ে বড় চিয়ারলিডার। প্রতি ম্যাচেই বিরাটকে অনুপ্রাণিত করতে দেখা যায় অভিনেত্রীকে। গত ১২ মে বিরাট টেস্ট সিরিজ থেকে অবসর নিয়েছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আমি কারও কাজ ছিনিয়ে নিতে চাই না’, এবার বলিউড ছাড়লেন স্বনামধন্য কোরিওগ্রাফার

৩ বছর বাদে ফের ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় শিশু অভিনেত্রী

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে শতরান করে ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্থ, কোন রেকর্ড গড়লেন?

বাস্তবে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন নায়ক নায়িকা, এই সিনেমাগুলি ভেঙে দিয়েছিল যাবতীয় ট্যাবু

‘পুষ্পা ২’-এর বিরাট সাফল্যের পরেও পারিশ্রমিক কমছে রশ্মিকার, তবে কী অভিনয় ছাড়ছেন?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ