এই মুহূর্তে




শনিতেই ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা, কারা পাচ্ছেন ঠাঁই?




নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে! রোহিত শর্মা অবসর নেওয়ার পরে সম্ভবত শুভমন গিল জমানা শুরু হতে চলেছে। ইংল্যান্ড সফরে কারা টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নামবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ শনিবার (২৪ মে) মুম্বইয়ে বৈঠকে বসছেন সিনিয়র ক্রিকেট দলের নির্বাচকরা। বৈঠকের পরেই ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করা হবে। ফলে সবাই তাকিয়ে সেই দিকে।

আসন্ন ইংল্যান্ড সফরে ২০ জুন থেকে ৪ অগস্ট পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ  খেলবে টিম ইন্ডিয়া। ওই টেস্ট সিরিজের জন্য রোহিতের বিকল্প হিসাবে  নতুন অধিনায়ক ও দল বাছতে বৈঠকে বসছেন অজিত আগরকররা। সূত্রের খবর, অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে শুভমন গিলের কাঁধে। তিনি বিরাট কোহলির জায়গায় চার নম্বরে ব্যাট করতে নামবেন। দলে ফিরছেন উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুলও।   রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতীয় দল এখন তরুণ শক্তির উপর নির্ভর করছে। এই নতুন দল কেমন হবে? কারা থাকছেন এই দলে? বিস্তারিত জেনে নেওয়া যাক।
নতুন নেতৃত্ব, নতুন আশা

শুভমন গিল তরুণ হলেও তাঁর ব্যাটিং দক্ষতা এবং মাঠে শান্ত মাথার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য প্রস্তুত করেছে। নির্বাচকরা তাঁর উপর ভরসা রেখে এগিয়ে যেতে চাইছেন। গিল এর আগে ঘরোয়া ক্রিকেটে এবং গুজরাত টাইটান্স দলের নেতৃত্ব দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। এখন তিনি ভারতের টেস্ট দলকে কীভাবে এগিয়ে নিয়ে যান, সেটাই দেখার বিষয়।

ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলের গঠন অনেকটা অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাস্কর ট্রফি খেলতে যাওয়া দলের মতোই হতে পারে। তবে এবার কিছু নতুন মুখ যোগ হয়েছে, যারা ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে দারুণ পারফর্ম করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল করুণ নায়ার এবং সাই সুদর্শন।

করুণ নায়ার এই মরসুমে বিভিন্ন ফরম্যাটে ১৬০০-এর বেশি রান করে সবার নজর কেড়েছেন। অন্যদিকে, সাই সুদর্শন আইপিএলে ৬৩৮ রান করে চমকে দিয়েছেন। এমনকি ইংল্যান্ড দলের তারকা জস বাটলার তাঁর প্রশংসা করেছেন।

ওপেনার  কারা? ব্যাটিং লাইনআপ কেমন হবে?

আইপিএলে গিল এবং সুদর্শন একসঙ্গে ওপেন করলেও ইংল্যান্ড সফরে পরিকল্পনা ভিন্ন। কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল ওপেন করবেন। গিল ব্যাটিং করবেন চার নম্বরে। তিন নম্বরে করুণ নায়ার ও সাই সুদর্শনের কথা ভাবা হচ্ছে।

পূজারা বা রাহানে কি ফিরবেন?

বিরাট কোহলি এবং রোহিত শর্মার অনুপস্থিতিতে অনেকেই ভেবেছিলেন চেতেশ্বর পূজারা বা অজিঙ্ক রাহানের প্রত্যাবর্তন হতে পারে। কিন্তু নির্বাচকরা তরুণ খেলোয়াড়দের উপরই বেশি ভরসা করছেন। সরফরাজ খান এখনও দৌড়ে রয়েছেন, আর দেবদত্ত পাডিক্কাল ফিট থাকলে তাঁরও জায়গা হতে পারে।

বুমরাহর নেতৃত্বে শক্তিশালী বোলিং আক্রমণ

ভারতের পেস বোলিংয়ের নেতৃত্বে থাকবেন যশপ্রীত বুমরাহ, যিনি দলের প্রধান অস্ত্র। তাঁর সঙ্গে থাকবেন মহম্মদ সিরাজ। মহম্মদ শামির এই সিরিজে খেলা নিয়ে সন্দেহ থাকলেও, তিনি ফিট থাকলে দলে জায়গা পেতে পারেন। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং আইপিএলে দারুণ পারফর্ম করা হর্ষিত রানা দলকে শক্তি যোগাবেন। শামি না খেললে আর্শদীপ সিংহহ বা অনশুল কাম্বোজ দলের জন্য নতুন বিকল্প হতে পারেন।

স্পিন বিভাগে কুলদীপ যাদব মূল ভূমিকায় থাকবেন। তাঁর সঙ্গে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করবেন।

অলরাউন্ডার এবং উইকেটকিপার

দলের অলরাউন্ড শক্তি হিসেবে থাকবেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি এবং শার্দুল ঠাকুর। এরা ব্যাট এবং বল দুটোতেই দলকে ভারসাম্য দেবেন। উইকেটকিপিংয়ের দায়িত্বে থাকবেন কেএল রাহুল ও ঋষভ পন্থ। এর মধ্যে পন্থ তাঁর আগ্রাসী ব্যাটিং দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

সম্ভাব্য ভারতীয় দল

শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, সাই সুদর্শন, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, হর্ষিত রানা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব।

কেন এই সিরিজ গুরুত্বপূর্ণ?

ইংল্যান্ড সফর সবসময়ই ভারতীয় দলের জন্য বড় চ্যালেঞ্জ। ইংল্যান্ডের দ্রুত পিচ এবং সুইং বোলিং ভারতীয় ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষা। তবে গিল এবং বুমরাহর মতো খেলোয়াড়দের নেতৃত্বে এই তরুণ দল নতুন ইতিহাস গড়তে প্রস্তুত। আইপিএল থেকে উঠে আসা সুদর্শন এবং রানার মতো খেলোয়াড়রা এই সিরিজে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সানরাইজার্স হায়দরাবাদের মালিকানা হাতছাড়া হতে চলেছে, নয়া সঙ্কটে কাব্যা মারান

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

লিডসে শতরান করে ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্থ, কোন রেকর্ড গড়লেন?

শান্তর সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে বড় টার্গেট, ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লিডস টেস্টে চরম ভুল করলেন শুভমন গিল, নেমে আসতে পারে আইসিসির শাস্তির খাঁড়া

ফের গর্বে বুক চওড়া ভারতবাসীর, প্যারিসে সোনা জিতে বদলা নিলেন নীরজ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ